চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম ও প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহারকে বদলি করা হয়েছে। গতকাল এ বিষয়ে পৃথক দুটি অফিস আদেশ জারি করে স্থানীয় সরকার ও জনপ্রশাসন মন্ত্রণালয়।
এর মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপসচিব মাহবুব আইরিন স্বাক্ষরে অফিস আদেশে রফিকুল ইসলামকে বরিশাল সিটি কর্পোরেশনে বদলি করা হয়। এতে বলা হয়, ২২ নভেম্বরের মধ্যে বদলিকৃত ব্যক্তিকে কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ২৩ নভেম্বর তিনি তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য হবেন। এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে লুৎফুন নাহারকে স্থানীয় সরকার বিভাগের উপ–পরিচালক পদে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে বদলি করা হয়। আদেশে বলা হয়, মঙ্গলবার (গতকাল) বদলিকৃত কর্মস্থলে আবশ্যিকভাবে যোগদান করতে বলা হয়। অন্যথায় তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবে।