চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা হলেন কমান্ডার লতিফুল হক কাজমী

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৪ অক্টোবর, ২০২৩ at ১০:২৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ নৌবাহিনীর কমান্ডার লতিফুল হক কাজমীকে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা পদে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে। এজন্য তাকে স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গত বৃহষ্পতিবার জারিকৃত প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব আবদুল্লাহ আরিফ মোহাম্মদ। উল্লেখ্য, ২০২২ সালের ২৮ মে মারা যান চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী। এরপর থেকে ভারপ্রাপ্ত হিসেবে প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তার দায়িত্ব পালন করে আসছেন মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম।

পূর্ববর্তী নিবন্ধশেখ হাসিনা যদি ক্ষমতায় না আসে তাহলে দেশ আবার পিছিয়ে যাবে
পরবর্তী নিবন্ধসরকারের ধারাবাহিকতা না থাকলে রাউজান সন্ত্রাসের রাজ্যে পরিণত হবে