চসিকের পরিচ্ছন্ন বিভাগে যুক্ত হলো দুটি ব্যাকহোলোডার গাড়ি

| সোমবার , ২৭ জানুয়ারি, ২০২৫ at ৮:৩৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) শহরের পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও গতিশীল করতে নতুন করে দুটি আধুনিক ব্যাকহোলোডার গাড়ি সংযোজন করেছে। এই উদ্যোগের ফলে শহরের বর্জ্য ব্যবস্থাপনা আরও কার্যকর ও পরিবেশবান্ধব হবে বলে আশা করা হচ্ছে।

গতকাল রোববার আনুষ্ঠানিকভাবে এই ব্যাকহোলোডার গাড়িগুলোর উদ্বোধন করা হয়। চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। এ সময় তিনি বলেন, চট্টগ্রামকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে আমরা প্রতিনিয়ত আধুনিক প্রযুক্তি ও সরঞ্জাম যুক্ত করছি। এই ব্যাকহোলোডার গাড়িগুলো আমাদের পরিচ্ছন্নতা কর্মীদের কাজ সহজ করার পাশাপাশি কার্যক্ষমতাও বৃদ্ধি করবে। নতুন এই ব্যাকহোলোডার গাড়িগুলো বিশেষভাবে খালনালার বর্জ্য সংগ্রহ ও স্থানান্তরের কাজে ব্যবহৃত হবে। গাড়িগুলোতে আধুনিক হাইড্রোলিক প্রযুক্তি সংযুক্ত থাকায় কম সময় ও শ্রমে বেশি পরিমাণ বর্জ্য অপসারণ করা সম্ভব। প্রতিদিন বিপুল পরিমাণ বর্জ্য অপসারণের চ্যালেঞ্জ মোকাবিলায় এই নতুন গাড়িগুলো বিশেষ ভূমিকা রাখবে। এই নতুন সংযোজনের মাধ্যমে সেই কাজ আরও দ্রুত ও দক্ষতার সঙ্গে সম্পন্ন করা সম্ভব হবে।

এ সময় উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী নাসির উদ্দিন রিফাত, সহকারী প্রকৌশলী আনু মিয়াসহ চসিকের কর্মকর্তাবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅনুমোদন ছাড়া নলকূপের পানি বোতলজাত, ‘অলওয়েজ’কে জরিমানা
পরবর্তী নিবন্ধসিইউএফএলে ফের ইউরিয়া উৎপাদন শুরু