পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকিতে অবহেলা করায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) পরিচ্ছন্ন বিভাগের দুই তত্ত্বাবধায়ক ও তিন সুপারভাইজারকে শো’কজ করা হয়েছে। পাঁচ কার্যদিবসের মধ্যে তাদের ব্যাখ্যা দিতে গতকাল মঙ্গলবার নোটিশ দিয়েছেন প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা। দুই পরিচ্ছন্ন তত্ত্বাবধায়ক হচ্ছেন মো. মহিউদ্দিন (লালখান বাজার ওয়ার্ড) ও কল্লোল দাশ (জালালাবাদ ওয়ার্ড)। তিন সুপারভাইজার হচ্ছেন মো. আবদুর রহিম (লালখান বাজার ওয়ার্ড), জমির উদ্দিন (জালালাবাদ ওয়ার্ড) ও নজরুল ইসলাম (জালালাবাদ ওয়ার্ড)।
চসিক সূত্রে জানা গেছে, আমবাগান রোডের টাইগারপাস থেকে সিটি কর্পোরেশন কার্যালয় পর্যন্ত এবং বায়েজিদ রোডের শেরশাহ থেকে অঙিজেন পর্যন্ত অংশে অপরিচ্ছন্ন থাকায় সিটি মেয়র সেখানে দায়িত্বপ্রাপ্ত পরিচ্ছন্নকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। এর প্রেক্ষিতে পাঁচজনকে শো’কজ করা হলো।