চসিকের নির্মাণাধীন স্কুলভবনে বিদ্যুৎস্পর্শে শ্রমিক নিহত

| শুক্রবার , ১৬ আগস্ট, ২০২৪ at ৮:২৬ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানাধীন কোরবাণীগঞ্জে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) পরিচালিত নির্মাণাধীন এক বিদ্যালয়ের ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হ্রদয় হাসান (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও ৩ শ্রমিক। তাদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

শুক্রবার (১৬ আগস্ট) দুপুর সোয়া ২টার দিকে নগরের কোরবানিগঞ্জস্থ বলুয়ারদীঘি সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।

নিহত হ্রদয় হাসান লক্ষ্মীপুর জেলার পশ্চিমমান বাড়ির মো. সাহাবুদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানা কর্মকর্তা (ওসি) এস এম ওবায়েদুল হক।

পূর্ববর্তী নিবন্ধপারিবারিক কলহের জেরে উখিয়ায় তরুণের আত্মহত্যা
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ড সমুদ্র উপকূল থেকে রোহিঙ্গা নারীর মৃতদেহ উদ্ধার