চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমীকে বদলি করে নৌবাহিনীতে প্রত্যাবর্তন করা হয়। তার জায়গায় আসবেন বাংলাদেশ নৌবাহিনীর কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী।
গত সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। এতে স্বাক্ষর করেন প্রেষণ–১ অধিশাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী। এর আগে গত বছরের ১২ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবদুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে লতিফুল হক কাজমীকে চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা পদে নিয়োগ দেয়া হয়। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে তাকে অব্যাহতি দেয়ার দাবিতে গত ১৪ অক্টোবর ৫ দিনের আল্টিমেটাম দেয় চসিক শ্রমিক কর্মচারী ইউনিয়ন।