চসিকের দুই উন্নয়ন প্রকল্প পরিদর্শনে মেয়র

| শনিবার , ২৭ নভেম্বর, ২০২১ at ৯:১৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোশেনের মেয়র রেজাউল করিম চৌধুরী গতকাল শুক্রবার সকালে আমবাগান সড়ক উন্নয়ন প্রকল্প ও বাড়ইপাড়া খাল খনন কার্যক্রম পরিদর্শন করেন। এসময় মেয়র বলেন, এই প্রকল্প দুটি চট্টগ্রাম নগরবাসীর আশা-আকাঙ্ক্ষার অন্যতম পরিপূরক উপাদান। বাড়ইপাড়া খাল খনন প্রকল্প বাস্তবায়ন হলে জলাবদ্ধতা নিরসনে চলমান মেগা প্রকল্পের জন্য যথেষ্ট সহায়ক হবে। নগরীর খালের মধ্যে ৩০টির বেশি খাল মেগা প্রকল্পের আওতাভুক্ত। অবশিষ্ট খালগুলো পুনরুদ্ধার ও খনন করা সম্ভব হলে নগরীর জলাবদ্ধতা নিরসনের স্থায়ী সমাধান নিশ্চিত হবে। তিনি উল্লেখ করেন, অতি বৃষ্টি জনিত কারণে যে সকল সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো সংস্কার ও মেরামত কাজ চলমান রয়েছে। নগরীর মশক বৃদ্ধির বিষয়টি উপলব্ধি করে মশক নিধনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণকল্পে নগরীকে ৪ জোনে ভাগ করে প্রতিটিতে একজন ম্যাজিস্ট্রেটসহ ঊধ্বর্তন কর্মকর্তাকে কার্যক্রম জোরদারের নির্দেশনা দেয়া হয়েছে।
এদিকে আজ শনিবার সকাল সাড়ে ১০টায় আমবাগান সড়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন শেষে রাসেল পার্ক সংলগ্ন স্থানে সড়কটির উদ্বোধন এবং বেলা ১১টায় ৬ নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ডে মাইজপাড়াস্থ আলহাজ্ব তাজুল ইসলাম স্কুল প্রাঙ্গণে নগরীর জলাবদ্ধতা নিরসনে বাড়ইপাড়া খাল খনন কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করবেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম। গতকাল শুক্রবার বিকেলে তিনি চট্টগ্রাম আসেন। হযরত শাহ্‌ আমানত (র.) বিমান বন্দরে তাকে স্বাগত জানান মেয়র রেজাউল করিম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন চসিক প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, ওয়ার্ড কাউন্সিলর মো. ছালেহ আহমদ চৌধুরী, এম. আশরাফুল আলম, আবদুস সালাম মাসুম, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকবিতা উৎসবে প্রাণ ফিরে পেল শিল্পকলা
পরবর্তী নিবন্ধপটিয়ায় কিশোরের আত্মহত্যা