চট্টগ্রাম সিটি কর্পোরেশনে (চসিক) পুল শাখা কর্তৃক গাড়ি সরবরাহ বন্ধ রেখে ময়লা অপসারণ কার্যক্রম বন্ধ রাখা এবং চালকদের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তাকে অবরুদ্ধ রাখার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর নির্দেশে এই কমিটি গঠন করা হয়। কমিটির প্রধান করা হয়েছে চসিকের সচিব খালেদ মাহমুদকে।
দুই সদস্য হলেন চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) মনীষা মহাজন ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) আকবর আলী। কমিটিকে দশ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিটির প্রধান খালেদ মাহমুদ বিষয়টি দৈনিক আজাদীকে নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত ১৮ এপ্রিল নগরীর ফইল্যাতলী এলাকার খাল থেকে অপসারণ করা ময়লা-আবর্জনা নিয়ে যেতে যান্ত্রিক বিভাগের পুল শাখার কাছে চারটি ডাম্প ট্রাক বরাদ্দ চান উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী। কিন্তু ডাম্প ট্রাকগুলো পাঠানো হয়নি। এ বিষয়ে জানার জন্য ওইদিন সাড়ে ১০ টার দিকে চসিকের সাগরিকা স্টোরে গেলে তাকে অবরুদ্ধ করে রাখেন চালক-হেলপাররা।
এছাড়া সাড়া শহরের বাসা-বাড়িসহ অন্যান্য স্থান থেকে সংগৃহীত ময়লা পরিবহন বন্ধ করে দেয় চালকরা। চালক-হেলফারদের দাবি, সাগরিকা স্টোরে এসে মোরশেদুল আলম চৌধুরী পুল সহকারী নুর নবীর সঙ্গে দুর্ব্যবহার করেছেন। এ ঘটনায় গতকাল বুধবার নগরের টাইগারপাসস্থ চসিকের অস্থায়ী প্রধান কার্যালয়ে মেয়রের কক্ষে বৈঠক হয়। এতে উভয়পক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।