চসিকের জায়গায় গড়া চার দোকান সিলগালা

জিইসি এলাকা

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৩ জানুয়ারি, ২০২১ at ৭:৫৪ পূর্বাহ্ণ

নগরীর জিইসি মোড়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মালিকানাধীন জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা চারটি দোকান সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে কাজির দেউড়ি সার্কিট হাউজ ও স্টেডিয়াম এলাকায় রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা করায় চারজনকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়। সেখান থেকে কয়েকটি টং দোকান অপসারণ করা হয়।
গতকাল মঙ্গলবার চসিকের উদ্যোগে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস। সংশ্লিষ্টরা জানান, জিইসি মোড়ে উচ্ছেদ হওয়া দোকানগুলো চসিকের মালিকানাধীন ভবনের (জামাল হোটেল ভবন) নিচতলায় পার্কিংয়ের খালি জায়গা অবৈধভাবে দখল নিয়ে নির্মাণ করা হয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধপুলিশে বাদ, পিবিআইয়ে অন্তর্ভুক্ত প্রধান আসামিসহ কয়েকজন
পরবর্তী নিবন্ধবায়েজিদ থানার এসআইসহ চারজনের বিরুদ্ধে মামলা