চসিকের গাড়ির ধাক্কায় পথচারী আহত

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২ ডিসেম্বর, ২০২১ at ১০:৪৮ পূর্বাহ্ণ

নগরীর ডবলমুরিং থানাধীন দেওয়ানহাট এলাকায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জরুরি সড়ক বাতির কাজে নিয়োজিত একটি গাড়ির ধাক্কায় সুজন (২৫) নামের এক পথচারী আহত হয়েছে। গতকাল বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ডবলমুরিং থানার উপ-পরিদর্শক (এসআই) মাহাবুব রব্বানী অপু বলেন, দেওয়ানহাট মোড়ে সড়ক পার হওয়ার সময় সিটি কর্পোরেশনের গাড়ির ধাক্কায় সুজন নামে এক পথচারী আহত হয়েছেন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গাড়িটি জব্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজেলা প্রশাসনের অনুষ্ঠানমালা শুরু
পরবর্তী নিবন্ধনারীদের আত্মমর্যাদা ও পেশাগত উন্নয়নে শেখ হাসিনা বিশ্বের রোল মডেল