চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ময়লাবাহী গাড়ির ধাক্কায় সুজন (২৪) নামে এক পথচারী গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে পাঁচলাইশ থানার রূপনগর কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত সুজন খুলশী থানার জমির সোসাইটির আবুল কালামের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত জানান, আহত অবস্থায় সুজনকে স্থানীয় পথচারীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তাকে ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।