চসিকের গাড়ির তেল যায় চোরাই ডিপোতে

হালিশহরে দুজন গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৭ মে, ২০২১ at ৬:২৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিভিন্ন গাড়ি ও যন্ত্র চালানোর সাথে জড়িত কতিপয় অসাধু চালকের বিরুদ্ধে চোরাই ডিপোতে জ্বালানি তেল বিক্রির অভিযোগ দীর্ঘদিনের। গত বুধবার হালিশহর এলাকায় অভিযান চালিয়ে এরকম একটি ডিপো থেকে দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় ড্রামভর্তি তিন হাজার লিটার ডিজেল বোঝাই একটি ট্রাক জব্দ করেন র‌্যাব সদস্যরা। গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তার দুই চোরাকারবারিকে মহানগর হাকিম আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। গ্রেপ্তার হওয়া দুই চোরাকারবারি হলেন- বন্দর থানাধীন মাইলের মাথা এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে মো. শাহাবউদ্দিন (৩৩) ও চান্দর পাড়া এলাকার আব্দুল আলীমের ছেলে মো. শাহীন (২৯)।
জানা যায়, নগরীর হালিশহর আনন্দবাজার এলাকার চসিকের গার্বেজ স্টেশন এলাকায় চোরাই তেলের গ্যারেজ বানিয়েছিল ধৃত চক্রটি। এই গ্যারেজে ময়লা বহনকারী গাড়ি চালকদের কাছ থেকে চুরি করা তেল কিনে মজুদ করতেন তারা। পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠানের গাড়ির চালকদের কাছ থেকে চুরি করা তেল কিনত এই চক্র। চোরাই তেলের শতকরা ৩০ থেকে ৪০ ভাগ আসতো চসিকের গাড়ি থেকেই। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব গ্যারেজে অভিযান চালিয়ে দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করে। এসময় ড্রামভর্তি তিন হাজার লিটার চোরাই ডিজেল উদ্ধার এবং বহনকারী ট্রাক জব্দ করা হয়।
র‌্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আনোয়ার হোসেন ভূঁইয়া বলেন, ‘ধৃতদের চোরাই তেলের সিন্ডিকেট রয়েছে। তারা সিটি কর্পোরেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের গাড়ি চালকদের কাছ থেকে চোরাই তেল কম দামে কিনে ওই গ্যারেজে মজুদ করতেন। এরপর এসব জ্বালানি তেল পেট্রোল পাম্পসহ বিভিন্ন জায়গায় বিক্রি করতেন।’ বন্দর থানার ওসি নিজাম উদ্দীন বলেন, র‌্যাব দুই তেল চোরাকারবারির বিরুদ্ধে মামলা দিয়ে থানায় সোপর্দ করেছে। বৃহস্পতিবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ৩০ অসচ্ছল শিক্ষার্থীকে সিভাসুর আর্থিক অনুদান
পরবর্তী নিবন্ধস্বাস্থ্য সুরক্ষায় আপোষ চলবে না : মেয়র