মাননীয় মেয়র, আমি মো. নজরুল ইসলাম চৌধুরী, পিতা- মরহুম এম এ রহমান চৌধুরী, সাং জাকির হোসেন রোড, ১৩ নং ওয়ার্ড, আপনার নিকট অভিযোগ দায়ের করছি যে, আমার পূর্ব পাহাড়তলী, জাকির হোসেন রোডস্থ ১৩ নং ওয়ার্ডের ৫০ বৎসরের পুরাতন ঘরের চসিকের বার্ষিক মূল্যায়ন ছিলো ৮০,০০০/= (আশি হাজার টাকা) এবং আমার স্ত্রী’র ঘরের মূল্যায়ন ছিলো ২০,০০০/= (বিশ হাজার টাকা)।
গত ৫ বছর আগে আমার ঘরের মূল্যায়ন করা হয় ৬,১০,০০০/= (ছয় লক্ষ দশ হাজার টাকা) এবং একই ভাবে আমার স্ত্রী’র ঘরের মূল্যায়ন করা হয় ১,০০,০০০/= (এক লক্ষ টাকা)। তৎকালীন চসিকের নিয়োজিত লোকজন আমাকে বলে তাদেরকে সাথে আলাপ-আলোচনার মাধ্যমেই মূল্যায়নের ব্যাপারে যথেষ্ট ছাড় দেয়া হবে। আমি এ প্রস্তাব ঘৃণাভরে প্রত্যাখ্যান করি। এখন আমি কর মূল্যায়ন বিষয়টি আপনার কাছে উত্থাপন করছি। আশা করি, সংশ্লিষ্ট বিভাগের কর্মীদের নির্দেশনা দিয়ে আমাকে বাধিত করবেন।
মো. নজরুল ইসলাম চৌধুরী
জাকির হোসেন রোড,
১৩ নং ওয়ার্ড, চট্টগ্রাম