চসিকের উপ-প্রধানকে পরিচ্ছন্ন বিভাগ থেকে অব্যাহতি

আজাদী প্রতিবেদন

| মঙ্গলবার , ১ অক্টোবর, ২০২৪ at ৪:৩৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরীকে পরিচ্ছন্ন বিভাগ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। গতকাল সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম স্বাক্ষরে এক অফিস আদেশে তাকে অব্যহতি দেয়া হয়।

একই আদেশে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার কার্যালয় অঞ্চলএ সংযুক্ত করে ১ অক্টোবরের মধ্যে যোগদানের নির্দেশনা দেয়া হয়। এ বিষয়ে মোরশেদুল আলম চৌধুরী আজাদীকে বলেন, আমি আনুষ্ঠানিকভাবে কোনো কপি পাইনি। শুনেছি রাত ৯ টায় এ ধরনের একটি অফিস আদেশ প্রস্তুত করা হচ্ছে। তাহলে ১ তারিখের মধ্যে কীভাবে আমি যোগদান করব? আমি পরিচ্ছন্ন বিভাগ দিয়ে চাকরিতে যোগ দেই। অফিস চাইলে বদলি করতে পারে, কিন্তু আমার ৫ম পৃষ্ঠার ৬ষ্ঠ কলাম

অপরাধ কি সেটা জানি না। কোনো কারণ দর্শানো নোটিশ ছাড়াই আমাকে পরিচ্ছন্ন বিভাগ থেকে সরিয়ে দেয়া হচ্ছে। তবে আমার ধারণা ঊর্ধ্বতন এক কর্মকর্তা অনিয়ম করেছেন এমন ফাইলে আমি স্বাক্ষর না করায় ষড়যন্ত্রের শিকার হয়েছি। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আমি এর সুষ্ঠু বিচার চাই।

পূর্ববর্তী নিবন্ধরাসুল (সাঃ) মানবতার পথ প্রদর্শক, তাঁর নির্দেশিত পথে চলতে হবে : ডা শাহাদাৎ
পরবর্তী নিবন্ধ২০ হাজার পাসপোর্ট ফেরত, মেডিকেল ছাড়া অন্য ভিসা দেবে না ভারত