ওয়ার্ড থেকে বদলি করা হয় পরিচ্ছন্ন সুপারভাইজার। কিন্তু সেটা জানেন না স্থানীয় কাউন্সিলর। আবার ওয়ার্ডে প্রকৌশল বিভাগের চলমান উন্নয়ন কর্মকাণ্ডের বিষয়েও সবসময় অবহিত করা হয় না কাউন্সিলরদের। বিষয়টিকে সমন্বয়হীনতা বলে মনে করেন কাউন্সিলররা। গতকাল অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাধারণ সভায় কয়েকজন কাউন্সিলর এ সমন্বয়হীনতার অভিযোগ করেন। তারা চসিকের বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় নিশ্চিত এবং প্রকল্প বাস্তবায়নে কাউন্সিলরদের সম্পৃক্ততা নিশ্চিত করার দাবি জানান। এ বিষয়ে ৮নং ষোলকবহর ওয়ার্ড কাউন্সিলর মো. মোরশেদ আলম আজাদীকে বলেন, অনেক সময় আমাদের মধ্যে সমন্বয়হীনতা দেখা দেয়। কাউন্সিলর–প্রকৌশলীর মধ্যে সমন্বয়হীতা থাকলে প্রকল্পের সুফল পাওয়া যায় না।
তিনি বলেন, ওয়ার্ডে যখন একটি রাস্তা নির্মাণ করা হয় তখন ওই রাস্তার জন্য কত বরাদ্দ, কত ভলিউম, ইত্যাদি সাইনবোর্ডে থাকা দরকার। এতে জবাবদিহিতা নিশ্চিত হবে। যত বেশি জবাবদিহিতা তত বেশি সুফল নিশ্চিত হবে।
সভায় প্রকৌশল বিভাগের উদ্দেশ্যে মেয়র বলেন, রাস্তা ঢালাই ও কাজের সময় কাউন্সিলর, সহকারী প্রকৌশলী, উপ–সহকারী প্রকৌশলী, সুপারভাইজারগণ উপস্থিত থাকে না বলে এলাকাবাসীর অভিযোগ রয়েছে। কাজের মান নিশ্চিত করতে ওয়ার্ডের কাউন্সিলরদের সাথে আলাপ করে প্রাধিকারের ভিত্তিতে টেন্ডার দিতে হবে এবং কাজ চলাকালে এলাকায় সাইনবোর্ডে কাজের বিবরণ থাকতে হবে। যাতে কাজের স্বচ্ছতার বিষয়ে জনগণ জবাবদিহিতা নিশ্চিত করতে পারে।