নগরীতে চসিকের রাস্তা কাটা বাবদ চসিক মেয়রের কাছে ৭ কোটি টাকা পরিশোধ করেছে চট্টগ্রাম ওয়াসা। গতকাল সোমবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর হাতে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ সড়ক কর্তন বাবদ ৭ কোটি টাকার চেক হস্তান্তর করেন। এর তিন সপ্তাহ আগে চসিককে রাস্তা কাটার ক্ষতি পূরণ বাবদ ৫ কোটি টাকার চেক দিয়েছিল চট্টগ্রাম ওয়াসা।
গতকাল সোমবার ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহর নেতৃত্বে একটি দল সিটি কর্পোরেশনে মেয়রের সাথে সাক্ষাৎ করতে আসলে এসময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, নগরীর উন্নয়নে সেবাসংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করলে উন্নয়ন কাজগুলো দৃশ্যমান হবে এবং নগবাসীকে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না।
তিনি চট্টগ্রাম ওয়াসার স্যুয়ারেজ প্রকল্প বাস্তবায়নে চসিক থেকে সকল ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। মেয়র আরো বলেন, এখন শুষ্ক মৌসুম নগরীর সড়কগুলোর সংস্কার কাজ প্রায় শেষ করেছে। তিনি নগরীর সংস্কারকৃত সড়ক কর্তনের অন্তত: ৬ মাস পূর্বে চসিককে অবগত করার জন্য ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের প্রতি আহ্বান জানান। রাস্তা কর্তন বাবদ চসিকের পাওনাসমূহ পরিশোধে ওয়াসার যে আন্তরিকতা দেখিয়েছে তার জন্য ধন্যবাদ ও অভিন্দন জানান।
ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আমাদের সকলের অভিভাবক। আমরা চসিকের সাথে সমন্বিতভাবে নগরীর উন্নয়নে কাজ করতে চাই। তিনি স্যুয়ারেজ প্রকল্প বাস্তবায়নে মেয়রের সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন-চসিক সচিব খালেদ মাহমুদ, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, অতিরিক্ত প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী, ওয়াসার ডিএমডি শামসুল আলম, প্রধান প্রকৌশলী মাকসুদ আলম, প্রধান রাজস্ব কর্মকর্তা সাজিয়া তাহের, রাজস্ব কর্মকর্তা এরফান সাজ্জাদ। শেষে ওয়াসার এমডি এ কে এম ফজলুল্লাহ চসিকের সড়ক কর্তন বাবদ ৭ কোটি টাকার চেক মেয়রের কাছে হস্তান্তর করেন।