চসউবি’র ফুটসাল উৎসব সম্পন্ন

| মঙ্গলবার , ৮ এপ্রিল, ২০২৫ at ৭:০৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের (চসউবি) ফুটসাল কার্নিভালের দ্বিতীয় সিজনের সমাপ্তি ঘটেছে। গত শনিবার বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের আয়োজনে এই তিনদিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী হয় চান্দগাঁওস্থ ফরচুন স্পোর্টস এরিনা টার্ফে। এবারের পর্বে অংশ নেয় ১৯৯৩ এসএসসি ব্যাচ থেকে শুরু করে ২০২৬ ব্যাচ পর্যন্ত শিক্ষার্থীদের ৩৪ টি দল। ৮ গ্রুপে ভাগ হয়ে খেলায় ৩ ও ৪ এপ্রিল, প্রথম দুই দিনে হয় গ্রুপ পর্বের খেলা। প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরচুন স্পোর্টস এরিনার স্বত্বাধিকারী এবং বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সায়মন সাদাত। ৫ এপ্রিল নক আউট পর্ব শুরু হয় রাউন্ড অফ ১৬ এর মাধ্যমে। এরপর অনুষ্ঠিত হয় কোয়ার্টার ফাইনাল এবং সেমি ফাইনাল। এতে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক মহিউদ্দিন এবং মাসুদ ইবনে আলম। ফাইনালে উত্তীর্ণ হয় সিজিএইচএস ১৬ এবং দ্যা পোস্ট সিকার্স। জিরো নাইন এফসিকে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করে সেভেনটিন এফসি। ফাইনালে সিজিএইচএস ১৬ কে ৪০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো টুর্নামেন্টে চ্যাম্পিয়নশিপ অর্জন করে দ্যা পোস্ট সিকার্স। টুর্নামেন্টের টপ স্কোরার হন দ্যা পোস্ট সিকার্স (টিপিএস)-এর নাফিস আহমেদ, এমভিপি নির্বাচিত হন টিপিএস এর আসিফ মাশরুর এবং প্লেয়ার অফ দ্যা ফাইনাল নির্বাচিত হন একই দলের আমান উদ্দিন। এছাড়া শ্রেষ্ঠ গোলকিপার পদক পেয়েছেন সিজিএইচএস ১৬ এর রাইহান, ইমার্জিং প্লেয়ার অফ দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন চ্যালেঞ্জার্স ২৬ এর সৌরভ। এছাড়া শ্রেষ্ঠ ভেটেরান খেলোয়াড় নির্বাচিত হন লেজেন্ডস ৯৬ এর জাবেদ। ফেয়ার প্লে এ্যাওয়ার্ড জিতে নেয় টিম সিজিএইচএস ৯৫। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়োজকবৃন্দ জয়ন্ত বড়ুয়া, রুবায়েত মোহাম্মদ ইমরুল হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন আয়োজক রক্তিম বড়ুয়া। এছাড়া আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রুবায়েত মোহাম্মদ ইমরুল হাসান। ভলান্টিয়ার টিমে ছিলেন খালেদ আরমান রাকিব, মোহাম্মদ মুহিবুল ইসলাম, মুস্তাকিম বিল্লাহ, পামেল দাশ, ইসলাম জিসাদ, শমিত বড়ুয়া, মুনতাসির হোসেন মিহাল, মোহাম্মদ, অনিক বৈদ্য প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধনিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে নেমে উইকেট পেলেন নাসির
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন