চশমা ভেঙে শিক্ষার্থীর চোখে ঢুকল কাচ

শাটলে পাথর নিক্ষেপ

আজাদী প্রতিবেদন | সোমবার , ৮ নভেম্বর, ২০২১ at ৬:৪৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) থেকে ছেড়ে আসা শাটল ট্রেনে চলন্ত অবস্থায় পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় পাথরের আঘাতে চশমা ভেঙে এক শিক্ষার্থীর চোখে কাচ ঢুকে গেছে। গতকাল রোববার দুপুরে নগরীর ঝাউতলা রেল স্টেশনে এই ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীর নাম ফুয়াদ হাসান। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র।
জানা যায়, দেড়টার দিকে শাটল ট্রেনে করে শহরে যাচ্ছিলেন তিনি। ট্রেনটি ঝাউতলা স্টেশন ছেড়ে যাওয়া মাত্রই রেল লাইনের পাশের বস্তি থেকে একদল টোকাই ট্রেনে পাথর নিক্ষেপ করে। পাথরটি তার চশমায় আঘাত করলে কাচ ভেঙে চোখে ঢুকে যায়। চোখের বিভিন্ন জায়গা ও মুখ কেটে যায়। পরে ট্রেন থেকে নেমে তিনি একটি হাসপাতালে চিকিৎসা নেন।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন আজাদীকে বলেন, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা শূন্যের কোটায় নিয়ে আসতে আমরা আপ্রাণ চেষ্টা করে চলেছি। তবুও মাঝে মধ্যে এ ধরনের ঘটনা ঘটছে।

পূর্ববর্তী নিবন্ধদুদিন পর নামল কিছু বাস বাড়তি ভাড়া নিয়ে বিতণ্ডা
পরবর্তী নিবন্ধনগরীর গ্যাস, পেট্রোল চালিত গণপরিবহনে ভাড়া বাড়বে না