উজ্জ্বল হতে হবে আরও, অদ্ভুত মণিকাঞ্চন প্রভার পাশে। তুমুল তারার মতো জ্বলে, ক্ষয়ে, ঝরে যেতে হবে। দেখো, বিস্ফার ফুটে আছে অতল প্রেমের ঘুমে। যে আমার কেড়ে নিলো ঘুম, তাকেই বেসেছি ভালো! দুর্বার দূরাশার ছায়া আমি পেরিয়ে এসেছি ক্রমে, রঙ্গমানুষ সেজে। জেনেছি- বন্ধু মাত্র সঙ। নিক্ষেপিত পাথরও উঠেছে হেসে লক্ষ্যে আঘাত হয়ে! আমি তো শিখিনি হাসি চিরবিদায়ের। তবু স্বজন হারিয়ে কেন অটল পাহাড় হয় মন!
মানুষ মূলত যায় গুনে গুনে চল্লিশ কদম।