চলো শুধরে যাই শিপ্রা দাশ | বৃহস্পতিবার , ২২ আগস্ট, ২০২৪ at ১১:২৪ পূর্বাহ্ণ যেখানেই মিথ্যে মায়ার ছলনা মুখে কপট হাসি সেখানেই মস্তিষ্কে কূটবুদ্ধি অন্তরে ঈর্ষা রাশি রাশি। সৎ শিক্ষা, সৎ জ্ঞান সৎকর্ম অফুরান কুচিন্তায় কুকর্ম নষ্ট মানব ধর্ম। সেথায় ঘটে অনিবার্য ধ্বংসের বান।