চলো বোধে শান দিই

অনুপমা অপরাজিতা | বুধবার , ২৬ মার্চ, ২০২৫ at ৬:৪২ পূর্বাহ্ণ

দেশের মানুষগুলো কেমন বেবোধ হয়ে গ্যাছে

শেকড় ভুলতে বসেছে আজকাল

স্বকীয়তা হারাচ্ছে অবাধে ওরা

কেবলি বাড়িয়ে চ’লেছে কৃত্রিম অকেজো গুপ্তধন

নিজের পরিচয় ভুলে বনে যাচ্ছে বেভোলা বুদ্ধিপ্রতিবন্ধী

মায়া ভালোবাসা শান্তির পায়রাগুলো কোথায় যেন বাক্সবন্দি

রোদবৃষ্টিজোস্না সুন্দরবন উজাড় হতে দেখেও

ভরে তুলছে মুখ নিষ্প্রয়োজন কথার ফেনায়

অবিরাম শোষণে ওরা জীর্ণ নির্মম শ্রেণিবৈষম্যে

আমার সোনার বাংলায় চেতনার স্নায়ুতন্ত্র আজ অপুষ্টিগ্রস্ত!

পূর্ববর্তী নিবন্ধকেমন আছো
পরবর্তী নিবন্ধপ্রতীক্ষায়