টি-২০ বিশ্বকাপে আজ দুটি ম্যাচ রয়েছে। প্রথমটি বাংলাদেশ-নেদারল্যান্ডস ও পরেরটি দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ে। স্বাভাবিকভাবেই আমাদের আপাতত গন্তব্য-চলো বাংলাদেশ।
বাংলাদেশ দলকে নিয়ে ক্রিকেট বিশেষজ্ঞ ও আমার মত বিশেষ-অজ্ঞদের চায়ের কাপে ঝড় শুরু হয়ে গেছে-পূর্বাভাসের আগেই। আমরা যেন সবাই মিলে দলটাকে কাঁটাছেড়া করে দেখতে চাচ্ছি-দলটা কি দাঁড়াবে। ক্রিকেট দলগত খেলা। একমাত্র বিরল কোনো প্রতিভা ছাড়া দলকে কেউ জিতিয়েছে বলে আমার জানা নেই। স্বাভাবিকভাবেই এ সমস্ত মতামত আমাদের বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যমের দৌলতে দলের কাছে পৌঁছে গেছে ও তাদের মধ্যে একটা নেতিবাচক প্রভাব ফেলেছে যেটা মোটেই কাম্য নয়। দলটাকে নতুনভাবে সাজানোর চেষ্টা করা হচ্ছে-একজন নতুন দল নায়ক ও একজন নতুন কোচের অধীনে। তাই আমাদের ধৈর্য ধরা উচিত। মাঠে নামার আগেই যদি আমাদের হারিয়ে দেয়া হয়-সেটা কাম্য নয়।
আমাদের সামনে যে তালিকা দেয়া হয়েছে তাতে আমরা দলটাকে এভাবে সাজাতে পারি-যদিও এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত। আমি শুরুতে শান্ত এবং সৌম্যকে দেখতে চাই। তিনে লিটন দাশ, চারে সাকিব, পাঁচে আফিফ হোসেন। এরপর আমার পছন্দ ইয়াসির আলী। পরে মেহেদী হাসান মিরাজ অথবা মোসাদ্দেক হোসেন, কেননা দুজনেই একই ধরনের। সোহান উইকেট রক্ষকের দায়িত্বে থাকলে-দলের প্রয়োজনে আমরা তাঁকে ফ্লোটার হিসাবে ব্যবহার করতে পারি। পেস বোলিংয়ে আমার প্রথম পছন্দ মুস্তাফিজ-যদিও ইদানীং তাঁর সুদিন যাচ্ছে না। সাথে তাসকিন ও এবাদত- যদিও অনেকে হাসান মাহমুদের দলভুক্তির ব্যাপারে জোর দাবি জানাচ্ছেন। হাসান মাহমুদ প্রতিশ্রুতিবান-তবে আমার মনে হয় তাকে আর একটু সময় দেয়া প্রয়োজন। সাকিব এর ওপর স্পিন আক্রমণের মূল দায়িত্ব হলেও মিরাজ বা মোসাদ্দেক তাঁকে সহায়তা করতে পারবে। আর সৌম্য সরকারের মিডিয়াম পেস উপরি পাওনা হতে পারে প্রয়োজনে। ব্যাটিং সাকিব-লিটন নির্ভর হলেও আমরা ইয়াসির আলী ও সোহানের কাছে রানের প্রত্যাশা করতে পারি। সবকিছু মিলিয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে আমরা ইতিবাচক ফল আশা করতে পারি।
তবে আবহাওয়াবিদদের ভাষ্যমতে কাল বৈরী আবহাওয়া ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে-যা খেলার ওপর প্রভাব ফেলতে পারে। অন্যদিকে নেদারল্যান্ড আট বৎসরের মধ্যে এই প্রথমবার চূড়ান্ত পর্বে এসেছে-যদিও এই পর্যায়ে গত ১৫ বৎসরেও বাংলাদেশের কোনো জয় নেই।
নেদারল্যান্ড বাংলাদেশের বর্তমান অবস্থার সুযোগ হয়ত নিতে চাইবে। তাদের পেস এ্যাটাক যথেষ্ট শক্তিশালী। ক্লাসেন, ডি-লিড, পল মিকারেম সবাই গতি সম্পন্ন। তাঁদের স্পিনাররা এ পর্যন্ত ৫.৬৫ গড়ে সবার নজর কেড়েছে। কিন্তু নেদারল্যান্ড দলের ব্যাটিং এখনও তেমন কিছু করতে পারেনি। দলের একমাত্র অর্ধশত রান এসেছে ম্যাঙ ও ডাউডের ব্যাট থেকে।
আবহাওয়া বৈরী না হলে আমরা একটা জমজমাট ম্যাচের আশা করতে পারি। দিনের অপর ম্যাচ দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের মধ্যে। কোনো অঘটন না হলে দক্ষিণ আফ্রিকার জয় আমরা ধরে নিতে পারি।