সৌদি আরবের স্লিপিং প্রিন্স বা ঘুমন্ত যুবরাজ হিসেবে পরিচিত প্রিন্স আল ওয়ালিদ বিন খালেদ বিন তালাল আল সৌদ মৃত্যুবরণ করেছেন। দীর্ঘ প্রায় দুই দশক কোমায় থাকার পর সমপ্রতি তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খবর বাংলানিউজের।
১৯৯০ সালের এপ্রিল মাসে জন্ম নেওয়া এই যুবরাজ ছিলেন সৌদি রাজপরিবারের সদস্য এবং ধনকুবের প্রিন্স আল ওয়ালিদ বিন তালালের ভাগ্নে যুবরাজ খালেদ বিন তালাল আল সৌদের বড় ছেলে ছিলেন তিনি। ২০০৫ সালে মাত্র ১৫ বছর বয়সে লন্ডনে সামরিক ক্যাডেট হিসেবে প্রশিক্ষণরত অবস্থায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন যুবরাজ আল ওয়ালিদ।
দুর্ঘটনায় তার মস্তিষ্কে গুরুতর আঘাত লাগে এবং ঘটে অভ্যন্তরীণ রক্তক্ষরণ। এরপর থেকেই তিনি কোমায় চলে যান। দীর্ঘ সময় ধরে আমেরিকান ও স্প্যানিশ চিকিৎসকদের সমন্বয়ে বিশেষায়িত চিকিৎসা দেওয়া হলেও আর জ্ঞান ফেরেনি তার। কোমার মধ্যেই কেটে যায় টানা দুই দশকেরও বেশি সময়।
এ সময়ে মাঝে মাঝে তার অনিচ্ছাকৃত কিছু নড়াচড়া কিংবা সাড়া দেওয়ার মতো আচরণ পরিবারের মধ্যে ক্ষীণ আশার সঞ্চার করলেও তার অবস্থা আর উন্নতি হয়নি। তার পরিবার একাধিকবার কিছু ভিডিও প্রকাশ করেছিল, যেখানে দেখা যায় তিনি কুরআন তেলাওয়াত শোনার পর খানিকটা প্রতিক্রিয়া দেখাচ্ছেন। সন্তানের প্রতি অগাধ ভালোবাসা ও বিশ্বাসে যুবরাজ খালেদ কখনোই ছেলের লাইফ সাপোর্ট তুলে নেওয়ার পরামর্শ মেনে নেননি।












