এস এ গেমস ও কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জয়ী বাংলাদেশের শ্যুটার এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার প্রশাসনিক কর্মকর্তা সৈয়দ সরওয়ার আলমের কন্যা সৈয়দা সাদিয়া সুলতানা আর নেই। গতকাল সোমবার দুপুর আড়াইটায় চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে…রাজেউন)। তার বয়স হয়েছিল ৩১ বছর।
২০১০ সালে ঢাকায় অনুষ্ঠিত এসএ গেমসে মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলের দলগত ইভেন্টে সোনা জেতেন তিনি। একই বছর দিল্লিতে কমনওয়েলথ শুটিং চ্যাম্পিয়নশিপে দলগত ইভেন্টে শারমিন আক্তার রত্নার সঙ্গে জুটি গড়েও সোনা জেতেন তিনি। ২০১৩ সালে বাংলাদেশ গেমসের পর থেকে তিনি শ্যুটিং অঙ্গন থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। ২০১৭ সালে আগুনে পুড়ে অসুস্থ ছিলেন দীর্ঘদিন।
ব্যক্তিগত কিছু কারণে অবসাদের মধ্যে ছিলেন সাদিয়া। এরপর অনেকদিন ধরেই মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন চট্টগ্রামের এই শুটার। যে কারণে পরিবারের সদস্যরা তাকে চোখে চোখে রাখতেন। কিন্তু গতকাল সোমবার সবার অলক্ষ্যে তিনি বাড়ির ছাদ থেকে লাফ দেন। এরপর আহত সাদিয়াকে পরিবারের সদস্যরা চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করেন। আইসিইউতে থাকা অবস্থায় মারা যান তিনি।
২০১৭ সালের পর থেকে তার জীবন খুব একটা স্বাভাবিক ছিল না। সতীর্থ শুটারদের সঙ্গেও সেভাবে যোগাযোগ রাখতেন না। একেবারে নিভৃতে ছিলেন। তার মৃত্যুতে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার পক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসক ও সিজেকেএসের সভাপতি ফরিদা খানম, কাউন্সিলরবৃন্দ, ক্রীড়া সংগঠক ও সিজেকেএস কর্মচারী কল্যাণ সমিতির সকল সদস্য গভীর শোক প্রকাশ করেন। তাঁরা মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন এবং মহান আল্লাহ্ তায়ালা’র দরবারে তার আত্মার মাগফিরাত কামনা করেন। গতকাল রাত ৮টায় হামজারবাগস্থ মুমিনবাগ অনির্বান ক্লাবের মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।