কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের প্রাক্তন ডিন এবং চিত্রপরিচালক, অভিনেতা ও বাচিক শিল্পী জগন্নাথ গুহ আর নেই। গত ২২ ডিসেম্বর আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে ফেসবুকে তার প্রয়াণের খবর জানানো হয়। খবর বাংলানিউজের।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, বেশ কিছুদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন জগন্নাথ গুহ। এর মধ্যেই আবার করোনায় আক্রান্ত হয়েছিলেন। করোনাকে হারও মানিয়েছিলেন বর্ষীয়ান তারকা। কিন্তু করোনা পরবর্তী জটিলতার কারণে দক্ষিণ কলকাতার এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি ছিলেন তিনি। সেখান থেকেই মঙ্গলবার ভোর চারটে নাগাদ শিল্পীর মৃত্যুর খবর জানানো হয়। ‘সলিউশন এক্স’, ‘আবার যখের ধন’, ‘মনোরমা কেবিন’, ‘ওগো প্রিয়তমা’, ‘বর বউ খেলা’ তার স্মরণীয় কাজ। অভিনয় করেছেন ‘নেমসেক’, ‘সিটি অব জয়’, ‘পুরুষোত্তম’, ‘ঘরে বাইরে আজ’-এর মতো একাধিক সিনেমায়।