চলে গেলেন চিত্রপরিচালক তমিজ উদ্দীন রিজভী

| বুধবার , ২৭ এপ্রিল, ২০২২ at ১১:১৫ পূর্বাহ্ণ

না ফেরার দেশে চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা ও চলচ্চিত্র পরিচালক তমিজ উদ্দীন রিজভী। গত সোমবার রাত ৮ টায় ঢাকার রাশমনো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন। তার মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির উপ-মহাসচিব কাবিরুল ইসলাম রানা। খবর বাংলানিউজের।

তিনি বলেন, তমিজ উদ্দীন রিজভী ভাই দীর্ঘদিন কিডনি জনিত রোগে ভুগছিলেন। আজ আমাদের ছেড়ে চলে গেলেন। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পক্ষ থেকে তার আত্মার শান্তি কামনা করছি ও মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। রানা আরো জানান, গতকাল মঙ্গলবার বাদ যোহর নারায়ণগঞ্জে তমিজ উদ্দীন রিজভীর জানাজা শেষে দাফন করা হবে।

ফারুক, কবরী ও সালমান শাহ-এর মতো তারকারা তমিজ উদ্দীন রিজভী পরিচালনায় অভিনয় করেছেন।

এই পরিচালক ‘ছোট মা’, ‘জিদ্দি’, ‘আশা ভালোবাসা’, ‘জেলের মেয়ে’, ‘জবাবদিহি’ ও আশীর্বাদ’র মতো সিনেমা নির্মাণ করেছেন।

পূর্ববর্তী নিবন্ধছবিটির মাধ্যমে দর্শক আবারো হলে ফিরবে
পরবর্তী নিবন্ধগাইলেন মমতাজ, পর্দায় ঠোঁট মেলাবেন ভাবনা