চলে গেলেন ক্রীড়া সংগঠক শাহেদ আজগর

আজাদী অনলাইন | শুক্রবার , ৮ অক্টোবর, ২০২১ at ৩:১৭ অপরাহ্ণ

জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত বরেণ্য ক্রীড়া সংগঠক শাহেদ আজগর চৌধুরী আর নেই।

আজ শুক্রবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে তিনি নগরীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। বাংলানিউজ

তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী, ৫ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের নামাজে জানাজা বিকাল সাড়ে ৩টায় এমএ আজিজ স্টেডিয়ামে ও বাদ আছর জমিয়তুল ফালাহ মসজিদে অনুষ্ঠিত হবে।

রাউজান নিবাসী শাহেদ আজগর চৌধুরী ৬ অক্টোবর অসুস্থবোধ করলে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

রাজনীতিবিদ ফকির মিয়ার ছেলে শাহেদ আজগর চৌধুরী ছাত্রজীবনে চট্টগ্রাম কলেজ ছাত্র সংসদের জিএস ছিলেন। তিনি ছিলেন স্বর্ণপদকপ্রাপ্ত ক্রীড়াবিদ। ক্রিকেট আসর স্টার সামারের আয়োজকও ছিলেন তিনি। খেলেছেন স্টার ক্লাব, মোহামেডান ক্লাবে। চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থায় একযুগ সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক, মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতির দায়িত্বও তিনি পালন করেছেন।

তার মৃত্যুতে সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা, বিভাগীয় ক্রীড়া সংস্থা, আবাহনী, মোহামেডান, ব্রাদার্সসহ বিভিন্ন ক্লাবের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপুজোর ঢাকে সমরজিৎ রায়, সঙ্গে পুণম
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার