চলে গেলেন কবি মাকিদ হায়দার

আজাদী ডেস্ক | বৃহস্পতিবার , ১১ জুলাই, ২০২৪ at ৮:১৯ পূর্বাহ্ণ

সত্তর দশকের অন্যতম কবি মাকিদ হায়দার গতকাল বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উত্তরার নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহেরাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বার্ধক্যসহ নানা রোগে ভুগছিলেন।

উল্লেখ্য, কবি মাকিদ হায়দার আধুনিক ভাষারীতিতে গড়ে তুলেছিলেন নিজস্ব শৈলী। কবি হলেও তার লেখা গল্পও পাঠকবোদ্ধাদের কাছে সমাদৃত। কবি মাকিদ হায়দারের জন্ম ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর, পাবনার বিখ্যাত হায়দার পরিবারে। তারা সাত ভাই, সাত বোন। ভাইদের মধ্যে মাকিদ ষষ্ঠ। তার অন্য ভাইয়েরাও সাহিত্যসংস্কৃতি অঙ্গনে স্বনামধন্য। মাকিদ হায়দারের দুই ভাই বরেণ্য নাট্যকার জিয়া হায়দার ও রশিদ হায়দার প্রয়াত। আরেক ভাই দাউদ হায়দার স্বনামধন্য কবি, বর্তমানে নির্বাসিত। ১৯৭৬ সালে মাকিদ হায়দারের প্রথম কাব্যগ্রন্থ ‘রোদে ভিজে বাড়ি ফেরা’ প্রকাশিত হয়। এরপর একে একে প্রকাশিত হয়েছে আপন আঁধারে একদিন (১৯৮৪), ও পার্থ ও প্রতিম (২০০৭), কফিনের লোকটি (২০১১), যে আমাকে দুঃখ দিলো (২০১২), প্রিয় রোকানালী (২০১৩), মুমুর সাথে সারা দুপুর (২০১৪)। গল্পগ্রন্থ ও প্রবন্ধের বইও রয়েছে তার। কবিতায় অবদানের জন্য ২০১৯ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত করা হয় মাকিদ হায়দারকে।

পূর্ববর্তী নিবন্ধকোটিপতি সোহেল এড়িয়ে চলতেন গ্রামের মানুষকে
পরবর্তী নিবন্ধবেনজীরের রূপগঞ্জের বাংলো বাড়িতে তল্লাশি, যা যা মিলল