চলে গেলেন কণ্ঠশিল্পী বৃহান

| সোমবার , ১৪ জুন, ২০২১ at ১০:৪৮ পূর্বাহ্ণ

এক বছরের বেশি সময় ধরে ব্রেন ক্যান্সারের সঙ্গে লড়েছেন। দুইবার অস্ত্রোপচারও হয়েছে। কিন্তু শেষ রক্ষা আর হলো না। পৃথিবী থেকে বিদায় নিলেন দেশের জনপ্রিয় প্রচ্ছদশিল্পী ও কণ্ঠশিল্পী বোরহান আহমেদ বৃহান (ইন্না লিল্লাহি… রাজিউন)। গতকাল রোববার সকাল সাড়ে ৭টার দিকে ক্যান্সার আক্রান্ত হয়ে রাজধানীর আদাবরের বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন সংগীতাঙ্গনের সবার প্রিয় এই মানুষটি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর। খবর বাংলানিউজের।
বৃহানের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার ছোট বোন নীলা বলেন, আজ ভাইয়াকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়ার কথা ছিল। আমি সকালে খাওয়ানোর জন্য ঘুম থেকে উঠে দেখি জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছেন তিনি। এরপর দ্রুত হাসপাতালে নিয়ে আসি। ডাক্তার দেখে বলেছেন বাসাতেই তিনি মারা গেছেন।

পূর্ববর্তী নিবন্ধজায়েদ খান এবার মডেল
পরবর্তী নিবন্ধএক চলচ্চিত্রে একঝাঁক তারকা