রাজধানীর বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তাঁর মৃত্যুর খবরে দেশজুড়ে গভীর শোকের ছায়া নেমে আসে। ২০ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় শহীদ ওসমান হাদির জানাজা।
এতে লাখ লাখ মানুষ অংশ নেন। এদিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার।











