চলে গেলেন একাত্তরের নির্ভীক কূটনীতিক মহিউদ্দিন আহমদ

| মঙ্গলবার , ২১ জুন, ২০২২ at ১০:৫০ পূর্বাহ্ণ

মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষ ত্যাগ করে প্রবাসে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে লড়াইয়ে যোগ দেওয়া কূটনীতিকদের একজন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব, রাষ্ট্রদূত মহিউদ্দিন আহমদ আর নেই।

গতকাল সোমবার সন্ধ্যায় ঢাকার উত্তরার বাসা শিউলিতলায় তার মৃত্যু হয় বলে তার স্ত্রী বিলকিস মহিউদ্দিন জানান। ৮০ বছর বয়সী এই অবসরপ্রাপ্ত কূটনীতিক লিভার সিরোসিস, কিডনি জটিলতা এবং ডায়াবেটিসে ভুগছিলেন।

তিন সপ্তাহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নেওয়ার পর চারদিন আগে মহিউদ্দিন আহমদকে বাসায় নিয়ে যাওয়া হয়েছিল বলে জানান তার ভাই জিয়াউদ্দিন আহমদ। বিলকিস মহিউদ্দিন সন্ধ্যায় বলেন, ‘উনি আর নেই। আমাদের ছেড়ে চলে গেছেন।’ খবর বিডিনিউজের।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় কাভার্ডভ্যানে অবৈধ গ্যাস বিক্রি, ১ লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধমাদারবাড়িতে মুহাম্মদ আলীশাহ্‌ স্মৃতি গ্রন্থাগার উদ্বোধন