চলে গেলেন ‘আমার এ দুটি চোখ পাথর তো নয়’ গানের গীতিকার

| মঙ্গলবার , ১৬ জানুয়ারি, ২০২৪ at ১১:৪৩ পূর্বাহ্ণ

ষাটের দশকের কবি, গল্পকার, গীতিকার জাহিদুল হক আর নেই, তার বয়স হয়েছিল ৭৫ বছর। সোমবার দুপুর ১২টা ৪০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাহিদুল হকের মৃত্যু হয় বলে তার ভাগ্নী নোভা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। জাহিদুল হক বাংলা একাডেমির ফেলো ছিলেন। সঙ্গীত শিল্পী সুবীর নন্দীর কণ্ঠে তার লেখা ‘আমার এ দুটি চোখ পাথর তো নয়’ গানটি দেশজুড়ে তুমুল জনপ্রিয়তা পায়। খবর বিডিনিউজের।

নোভা জানান, মাসখানেক আগে স্ট্রোক করলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয় তার মামাকে। ডিসেম্বরের শেষ সপ্তাহে তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরিবারের সদস্যরা আলোচনা করে জাহিদুল হকের দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানান নোভা। বাংলা একাডেমি এক শোকবার্তায় বলেছে, জাহিদুল হক বাংলা কবিতায় যুক্ত করেছিলেন নতুন মাত্রা। উচ্চকণ্ঠের বিপরীতে সংবেদী অথচ সবল উচ্চারণ তাকে বাংলা কবিতাভুবনে বিশিষ্ট স্থান দান করেছিল।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে মদ-বিয়ারসহ তিনজন গ্রেফতার
পরবর্তী নিবন্ধচবি গণতন্ত্রের বিজয় মঞ্চে ‘দুর্নিবার সোনার বাংলা’ নাটক মঞ্চস্থ