চলে গেলেন আবদুল্লাহ আল নোমান

প্রধান উপদেষ্টাসহ বিভিন্ন মহলের শোক । চট্টগ্রামে মরদেহ আনা হবে কাল, জানাজা শুক্রবার

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ at ৫:৫৫ পূর্বাহ্ণ

বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান আর নেই। গতকাল মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর ধানমন্ডি বাসায় ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহেরাজেউন)। প্রবীণ এ রাজনীতিবিদের মৃত্যুর খবরে চট্টগ্রামসহ সারা দেশের রাজনৈতিক অঙ্গণে শোকের ছায়া নেমে আসে। সবাই বলছেন, আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে, যা সহজে পূরণ হওয়ার নয়।

আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস, বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ রাজনীতিবিদ ও পেশাজীবীরা শোক জানিয়েছেন। এছাড়া চট্টগ্রাম মহানগর বিএনপি তিন দিনব্যাপী শোক কর্মসূচি ঘোষণা করেছে।

আবদুল্লাহ আল নোমানের পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন নোমান। গতকাল ভোরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর দ্রুত তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা জানান, বাসাতেই তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছে ৮০ বছর। ১৯৪৫ খ্রিস্টাব্দের ৩১ মে জন্মগ্রহণ করেন নোমান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বিষয়টি নিশ্চিত করে আবদুল্লাহ আল নোমানের একান্ত সচিব নুরুল আজিম হিরু আজাদীকে জানান, আগামীকাল বৃহস্পতিবার রাতে আবদুল্লাহ আল নোমানের মরদেহ চট্টগ্রামে আনা হবে। পরদিন শুক্রবার সকাল ১১টায় মরহুমের মরদেহ নাসিমন ভবন বিএনপি দলীয় কার্যালয়ে নেওয়া হবে। এরপর বাদে জুমা নগরের জমিয়তুল ফালাহ মসজিদে এবং বাদে আসর রাউজান গহিরা হাই স্কুল মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে গহিরায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

এদিকে গতকাল বাদে জোহর ধানমন্ডি ঈদগাহ মসজিদে মরহুমের ১ম জানাজা, দুপুর আড়াইটায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ২য় জানাজা এবং নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনে বাদে আসর ৩য় জানাজা অনুষ্ঠিত হয়েছে। নয়াপল্টনের জানাজায় দলীয় নেতাকর্মী ছাড়াও হাজারো মানুষ অংশ নেন। কার্যালয়ের সামনে আব্দুল্লাহ আল নোমানের লাশবাহী অ্যাম্বুলেন্স রাখা হলে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানান। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও শ্রদ্ধা জানিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (বিএলডিপি) শাহাদাত হোসেন সেলিম, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, . আসাদুজ্জামান রিপন, চেয়ারপার্সনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব হাবিব উন্ন নবী খান সোহেল ও যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না প্রমুখ।

এর আগে ২য় জানাজায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব ও বিকল্পধারা মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান।

নগর বিএনপির তিন দিনের শোক কর্মসূচি : আব্দুল্লাহ আল নোমানের মৃত্যুতে চট্টগ্রাম মহানগর বিএনপি দোয়া মাহফিল ও তিন দিনব্যাপী শোক কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির অংশ হিসেবে গতকাল বাদ জোহর চট্টগ্রামের নাসিমন ভবন দলীয় কার্যালয় সংলগ্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে তার রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, কেন্দ্রীয় বিএনপির সদস্য শামসুল আলম, নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, নগর বিএনপি নেতা কাজী বেলাল উদ্দিন, হারুন জামান, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, আহমেদুল আলম রাসেল, শিহাব উদ্দিন মোবিন, আবুল হাসান, কামরুল ইসলাম, এম এ হান্নান ও আবু মুসা। অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে কালো ব্যাজ ধারণ, চট্টগ্রাম মহানগরের প্রতিটি ওয়ার্ডে আব্দুল্লাহ আল নোমানের আত্মার শান্তির জন্য খতমে কোরান ও বিভিন্ন এলাকায় দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করা হবে।

শোক প্রকাশ : আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে বিএনপি নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় তারা বলেন, আবদুল্লাহ আল নোমান ছিলেন নির্লোভ, দেশপ্রেমিক ও জনদরদি রাজনীতিবিদ। তিনি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং আমৃত্যু জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছেন। তার মৃত্যুতে বিএনপি ও দেশ এক দক্ষ, প্রজ্ঞাবান ও ত্যাগী নেতাকে হারাল।

শোক প্রকাশ করে বিবৃতিদাতারা হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকআজম বীরপ্রতীক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার ও এস এম ফজলুল হক, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহসাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম, নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমান, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া, সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস ও যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর আমির শাহজাহান চৌধুরী, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, সাবেক সিটি মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী ও মো. মনজুর আলম, সাবেক এমপি সরোয়ার জামাল নিজাম, বিএনপির কেন্দ্রীয় সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া, দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, হাটহাজারী উপজেলার সাবেক চেয়ারম্যান মাহাবুবুল আলম চৌধুরী, উত্তর জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক হারুন অর রশীদ চেয়ারম্যান, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা মো. আবু তাহের, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক প্রফেসর এস এম নছরুল কদির, হযরত শাহসুফি আমানত খান (.) ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি শাহজাদা সৈয়দ মোহাম্মদ হাবিব উল্লাহ খান মারুফ, হযরত শাহসুফি আমানত খান (.) দরবার শরিফের আওলাদ ও সাজ্জাদনশীন মোতাওয়াল্লি শাহজাদা মুহাম্মদ এনায়েত উল্লাহ খান প্রমুখ।

শোক জানিয়েছে আনজুমান ট্রাস্ট নেতৃবৃন্দ। আনজুমানএ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম মনজু, ভাইস প্রেসিডেন্ট আমির হোসেন সোহেল, সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, এডিশনাল সেক্রেটারি মোহাম্মদ সামশুদ্দীন, জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ সিরাজুল হক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এসএম গিয়াস উদ্দীন শাকের, ফাইন্যান্স সেক্রেটারি মোহাম্মদ কমর উদ্দীন সবুর, প্রেস অ্যান্ড পাবলিকেশন সেক্রেটারি মোহাম্মদ গোলাম মহিউদ্দীন প্রমুখ শোক প্রকাশ করেছেন।

চট্টগ্রাম প্রেস ক্লাবের আজীবন সদস্য আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে ক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি, শৃঙ্খলা ও ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক মইনুদ্দীন কাদেরী শওকত, সিনিয়র সাংবাদিক শামসুল হক হায়দরী, অন্তর্বর্তী কমিটির সদস্য মুস্তফা নঈম, গোলাম মাওলা মুরাদ, সাংবাদিক মোহাম্মদ শহীদুল ইসলাম, মিয়া মোহাম্মদ আরিফ শোক প্রকাশ করেছেন। শোক প্রকাশ করেছেন টেরীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল মান্নান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগরের সভাপতি এস এম লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী, সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক সবুর শুভ, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের মহানগর সভাপতি বিএম সাইদুল হক, সিনিয়র সভাপতি মোজাম্মেল হক ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, নগর ছাত্রদলের সাবেক সহসভাপতি শাহজাদা মো. আহসান উল্লাহ খান প্রমুখ।

দোয়া মাহফিল : আবদুল্লাহ আল নোমানের আত্মার মাগফেরাত কামনায় পাহাড়তলী ভেলুয়ার দিঘি জামে মসজিদে খতমে কোরান ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। নগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দিপ্তীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন শামশুল আলম সামশু, দিদারুর রহমান সুমন, নূর আহাম্মদ গুড্ডু, আজমল হুদা রিংকু, শাহেদ আকবর, একেএম ফজলুল হক সুমন, শহীদ উল্লাহ বাহার, হাবিবুর রহমান মাসুম, শাহরিয়ার জিয়া, সাইফুল আলম, আশ্রাফ খান, মোহাম্মদ শাহজাহান, হেলাল হোসেন, মোহাম্মদ ইয়াসিন, জহিরুল হক টুটুল, গাজী ফারুক হোসেন, রাজীবুল হক বাপ্পি, মো. শওকত খান, সাইফুল আলম রুবেল, ওয়ালিদ আবির, সাজ্জাদ হোসেন সাদ্দাম, সবুজ রহমান, সাইফুল আলম সাইফুল, শফিকুর রহমান, নূর আলম, দস্তগীর হোসেন রিয়াদ, এম এস এইচ অভি, মোহাম্মদ লেদু ও মনছুর আহাম্মদ মোহন।

পূর্ববর্তী নিবন্ধউল্টো পথে আসা টেম্পোর ধাক্কায় মুচড়ে গেল টেক্সি, নিহত ২
পরবর্তী নিবন্ধচৌদ্দ বছরে শুরু, রাজনীতিতে কেটেছে ৬৬ বছর