হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান এবং ধারাভাষ্যকার ডিন জোন্স। তার বয়স হয়েছিল ৫৯ বছর। চলতি আইপিএলে স্টার স্পোর্টস কমেন্ট্রি প্যানেলের হয়ে দায়িত্ব পালন করছিলেন ডিন জোন্স। মুম্বাইয়ের একটি সেভেন স্টার হোটেলে জৈব সুরক্ষিত বলয়ে ছিলেন তিনি। তার সঙ্গে স্টার স্পোর্টসে ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করছিলেন অস্ট্রেলিয়ার ব্রেট লি এবং ভারতের নিখিল চোপড়া। গতকাল সকালেও তারা তিনজন একসঙ্গে সকালের নাস্তা করেন। নাস্তার পর সকাল ১১টার দিকে হোটেলের করিডোরে দাঁড়িয়ে কয়েকজন সহকর্মীর সঙ্গে ব্যাট-বল নিয়ে মেতে উঠেছিলেন জোন্স। এ সময় হঠাৎ বুকে ব্যথা উঠলে মেঝেতে পড়ে যান তিনি। তড়িঘড়ি করে হাসপাতালে নেয়া হলেও বাঁচানো যায়নি। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সেখানে নেয়ার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ডিন জোন্স। ধারাভাষ্যকার হিসেবে নাম করার আগে ১০ বছরের খেলোয়াড়ি জীবনটাও বেশ সমৃদ্ধ ছিল জোন্সের। ১৯৮৪ সালে অস্ট্রেলিয়া জাতীয় দলে অভিষেক হওয়ার পর আন্তর্জাতিক ক্যারিয়ারে ৫২টি টেস্ট ও ১৬৪টি ওয়ানডে খেলেছেন জোন্স।










