সকল মায়া মমতায় ঘেরা মা ডাকটি সেই ডাকতে পারে যার মা বেঁচে আছে। মমতাময়ী মা–ই একমাত্র তাঁর সন্তানদের সকল অভিব্যক্ত বুঝতে পারে, আর কেউ বুঝে না মায়ের মত করে। শৈশব থেকে বৃদ্ধ পর্যন্ত একজন মানুষ একমাত্র মায়ের কাছেই ছোট থাকে তাঁর সন্তান। মায়ের হাত ধরে চলা, মায়ের মুখে কথা বলা, ছোট থেকে বড় হওয়াসহ সকল কিছুতেই মায়ের ভূমিকা অপরিসীম। কাউকে বলতে না পারা কথা মাকে বলে শান্তি অনুভাব করা। কোথাও কোনো ভরসা না পেলে মা–ই আমাদের শেষ ভরসা হয়। এখনও আমি ভাত খেতে না চাইলে আমার মা আমাকে বলে ‘আই বাবা মায়ের হাতে একমুঠো ভাত খেয়ে যা’। সন্তানের সুখ–দুঃখের ভাগিদার হয় একমাত্র মমতাময়ী মা। আর সেই মাকে আমরা জানা–অজানাই কত কষ্টই না দিই, তবুও মা সব ভুলে নিজ সন্তানকে বুকে আগলে রাখে।