সেই ভগবান অর্হৎ সম্যকসম্বুদ্ধ কে বন্দনা করছি। আজ ২৫৬৫ বুদ্ধাব্দ শুভ বুদ্ধ পূর্ণিমা। মানব জাতির দুঃখমুক্তি ও অশান্ত বিশ্বে শান্তি প্রতিষ্ঠার ব্রত নিয়ে যিনি রাজপ্রাসাদ থেকে ধূলোর পৃথিবীতে নেমে এসেছিলেন, সেই কপিলাবস্তুর শুদ্ধোধন রাজা আর মহামায়াদেবীর একমাত্র রাজপুত্র সিদ্ধার্থ গৌতমের জন্ম, বোধি বা বুদ্ধত্বলাভ এবং সম্যক সমুদ্ধের মহাপরিনির্বাণ লাভ এই তিনটি বিশেষ ঘটনা সংঘটিত হয়েছিল বৈশাখী পূর্ণিমা তিথিতে আজ থেকে আড়াই হাজার বছরেরও আগে খ্রীষ্টপূর্ব ৬২৩ অব্দে। সত্য সন্ধানী যে কোন মানুষের কাছে এই পূর্ণিমা অতীব তাৎপর্যপূর্ণ, তথাগত বুদ্ধের জীবনের গুরুত্বপূর্ণ তিনটি স্মৃতি বিজড়িত বলেই এই বৈশাখী পূর্ণিমা আবার ‘বুদ্ধ পূর্ণিমা’ নামেই পরিচিত। আজকের এই পবিত্র দিনে বিশ্ববাসীর কাছে আহবান করবো, সকল ভেদাভেদ ভুলে চলুন আমরা মৈত্রীয় সেতুবন্ধনে আবদ্ধ হই। বিশ্বমহামারী করোনার এই কঠিন সময়ে সম্মিলিতভাবে আমরা সচেতন থেকে একে অপরের সহযোগিতায় সংকল্পবদ্ধ হই। সুদূর আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য থেকে সবাইকে শুভ বুদ্ধ পূর্ণিমার মৈত্রীময় শুভেচ্ছা ও অভিনন্দন জানচ্ছি। জগতের সকল প্রাণী সুখী হোক।