চলাচলের রাস্তা নিয়ে প্রতিপক্ষের হামলা নারীসহ আহত ৭

মীরসরাই প্রতনিধি | শনিবার , ৪ জুন, ২০২২ at ৪:৪৭ পূর্বাহ্ণ

মীরসরাই পৌরসভায় চলাচলের রাস্তাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ সাতজন আহত হয়েছেন। আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বৃহস্পতিবার বিকালে মীরসরাই পৌরসভার ৪ নং ওয়ার্ডের ছাবেদ আলী মিজি বাড়িতে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে রাশেদা আক্তার বাদী হয়ে বৃহস্পতিবার গভীর রাতে মীরসরাই থানায় ৮ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। পুলিশ এ ঘটনায় চার নারীকে গ্রেপ্তার করেছে। মামলার আসামিরা হলেন মো. দিদারুল আলম, মো. ওমর ফারুক, ঝর্ণা আক্তার, জনি আক্তার, রেহানা আক্তার, তাহেরা বেগম, মো. জনি, নিজাম উদিদ্দন বেন্টু।

স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, স্থানীয় আব্বাস উদ্দিনের স্ত্রী রাশেদা আক্তারের বাড়ির ১০/১২ পরিবার দীর্ঘদিন ধরে সামনের রাস্তা দিয়ে চলাচল করে আসছেন। প্রতিপক্ষরা গত ৩১ মে বিকাল ৪ টায় একশ বছরের চলাচলের রাস্তা বন্ধ করে। এ বিষয়ে থানায় অভিযোগ করা হলে গত ২ জুন পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাস্তার প্রতিবন্ধকতা তুলে নেয়। পুলিশ চলে যাওয়ার পর বিকাল সাড়ে ৪ টায় মো. দিদারুল আলম, ঝর্ণা আক্তারসহ অন্যান্যরা লোহার রড ও লাঠি নিয়ে অভিযোগকারী পরিবারের উপর হামলা চালায়। হামলায় কানিজ ফাতেমা মুন্নি, রোকসানা বেগম, আনোয়ারা বেগম, আফিয়া বেগম, রাশেদা আক্তার ও অজ্ঞাতনামা দুজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করান।

হামলার ঘটনার বিষয়ে মীরসরাই থানার কর্তব্যরত অফিসার এসআই সৈয়দ হক বলেন, চারজন নারীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অভিযুক্তদের আটক করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বে এপ্রিলের পর মে মাসেও কমেছে খাদ্যের দাম : এফএও
পরবর্তী নিবন্ধ২ লাখ ৬০ হাজার ইয়াবা জব্দ