চলাচলের রাস্তায় ওয়াসার পাইপ ফেটে সৃষ্ট গর্ত সংস্কার করা হোক

| সোমবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৩ at ৬:১৩ পূর্বাহ্ণ

প্রতিদিনই নগরীর কোথাও না কোথাও ওয়াসার পাইপ লাইন লিকেজের খবর পাওয়া যায়। ধারণা করা যায় নগরে অন্তত দিনে দশটিরও বেশি পাইপ লিকেজ হচ্ছে, সেইসাথে হচ্ছে গর্ত যা পথ চলতে রীতিমতো ভয়াবহ হয়ে ওঠে জনগণের জন্য। ঠিক একইভাবে চট্টগ্রামের অক্সিজেন সংলগ্ন পশ্চিম শহীদ নগর এলাকার রাস্তার সম্মুখে ওয়াসার পাইপ ফেটে প্রথমে অল্প এবং পরে ঝর্ণার বেগে ক্রমাগত পানি বের হওয়ার ফলে সৃষ্টি হয়েছে ঝুঁকিপূর্ণ গর্তের। ক্রমাগত পানি যাওয়ার ফলে বৃদ্ধিও পেয়েছে গর্তের পরিধি ও গভীরতা। ফলে সেখানে রাস্তার সকল আবর্জনা একত্রিত হয়ে পরিবেশ দূষণের মাত্রাকে করছে বিস্তৃত। তাছাড়া বৃষ্টি পড়লে সেসব গর্তে পানি জমার ফলে বংশবিস্তার হচ্ছে এডিস মশার,বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। শুধু তাই নয় চলাচলে এসব গর্ত এখন এলাকার সকল নারীপুরুষ, শিশু, বৃদ্ধ এমনকি কুকুর বিড়াল প্রত্যেকের জন্য হয়ে ওঠেছে এক আতংকের নাম, পোহাতে হচ্ছে ভোগান্তি। যা একজন নাগরিকের জন্য দুঃখজনক। এমতাবস্থায় এলাকার চরম ভোগান্তি অবসান করতে চট্টগ্রাম ওয়াসা ও নগরীর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে পাইপ লাইন ও গর্ত সংস্কার করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

কাওসার আকতার নিশাত

পশ্চিম শহীদ নগর,

অক্সিজেন, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধআবদুল খালেক ইঞ্জিনিয়ার : যুগ সচেতন সত্তা
পরবর্তী নিবন্ধচাই সাহস ও মনোবল