চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে রাজপথে স্বেচ্ছাসেবক দল অগ্রণী ভূমিকা পালন করছে। প্রতিটি ওয়ার্ড, মহল্লা, ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে স্বেচ্ছাসেবক দলকে সংগঠিত করে সংগঠনের ভিক্তি মজবুত করতে হবে। এই আন্দোলনে জনগণকে সাথে নিয়ে রাজপথে থাকতে হবে। রাজপথের আন্দোলনের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্রকে করা হবে। গত রবিবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ প্রধান অতিথিদের বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে নগরের নুর আহমদ সড়ক থেকে এক বর্ণাঢ্য র্যালি তিনপোলের মাথায় গিয়ে সমাবেশের মাধ্যমে মিলিত হয়। দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মঞ্জুর আলম তালুকদারের সভাপতিত্বে সদস্য সচিব জমির উদ্দিন চৌধুরী মানিকের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ–সভাপতি জাহাঙ্গীর আলম ও বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সিনিয়র যুগ্ন আহবায়ক এনামুল হক এনাম। সমাবেশে উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম রাহি, ইকবাল হায়দার চৌধুরী, আব্দুস সবুর, ইমদাদুল হক সিকদার, মতিউর রহমান রাসেল, সঞ্জয় চক্রবর্তী মানিক, মুরাদুল আলম, মঈনউদ্দিন মনির, সাদ্দাম হোসেন, তৌহিদুল ইসলাম তৌহিদ, নিজাম উদ্দিন, শোয়াইবুল ইসলাম, নাঈম উদ্দিন চৌধুরী, আতিক, হেফাজ উদ্দীন, দিদারুল আলম, শহীদুল্লাহ মানিক, মনিরুল ইসলাম ডালীম, ওবায়দুল হক রিকু, জাহেদ, মোনায়েম খান, জাহাঙ্গীর, আনোয়ার হোসেন, রমজানুল হক জয়, মিজানুর রহমান, ফজুল কবির রুবেল, মো: ফারুক, দিদারুল আলম, সেলিম উদ্দিন, সাইফুল ইসলাম, আলী আজগর, জয়নাল উদ্দিন সোহেল, মোরশেদ আলম, ইব্রাহিম, মোশারফ হোসেন, আদিল চৌধুরী, আবদুল কাদের, পারভেজ মজিব, নিজাম উদ্দিন, নুর হোসেন, এস এ রাসেল, আবু তৈয়ব, রহিম উদ্দিন, আতাউর রহমান কাইছার, রাশেদুল আলম, মীর সরওয়ার, মহিউদ্দিন, সুমন, ফরহাদ, এহসান আবদুল্লাহ, হেলাল উদ্দিন, নিজাম, রুবেল, সাহেদ, শওকত, মিজান, আসাদ, জামাল উদ্দিন এহসান, মো. হেলান উদ্দিন, সিরিজুল ইসলাম, আব্বাস উদ্দীন জুয়েল, সেলিম উদ্দিন, মো. ফয়সাল আলমগীর, রিয়াদ, সোহেল প্রমুখ।











