চলন্ত রিকশায় ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার চালকের মৃত্যু

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৫ মে, ২০২৩ at ৫:২৫ পূর্বাহ্ণ

নগরীর বায়েজিদ থানাধীন অক্সিজেন এলাকায় চলন্ত রিকশার ওপর বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে এক রিকশা চালক অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে সকালে অক্সিজেন এলাকায় রিকশা চালিয়ে যাওয়ার সময় গাউছিয়া তোরণের বাম পাশে বৈদ্যুতিক তার ছিঁড়ে রিকশায় পড়ে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি দগ্ধ হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। নিহত রিকশা চালকের নাম জাহেদ আলী (৩৮)। তার গ্রামের বাড়ি লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার পলাশি ইউনিয়নে। নগরীর অঙিজন এলাকার বালুছড়ার পাশে টেনারি বটতল এলাকায় শ্বশুরের সঙ্গে থাকতেন তিনি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, সড়কে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ ওই রিকশাচালক বিকেলে মারা গেছেন। সকাল সাড়ে ১০টায় মনিরুজ্জামান নামে ফায়ার সার্ভিসের এক কর্মী আহত চালককে হাসপাতালে নিয়ে আসেন। ৩৬ নম্বর বার্ন ও প্লাস্টিক বিভাগে তাকে ভর্তি করা হয়। দুপুরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে তার দাফনকাফনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছে বলে জানানো হয়।

পূর্ববর্তী নিবন্ধএক কিলোমিটারে আগুনে দগ্ধ হয়ে নারীর মৃত্যু
পরবর্তী নিবন্ধসরানো হলো ঝুঁকিপূর্ণ ১শ পরিবার