নগরীর বন্দর এলাকায় সিমেন্টের জাম্বু ব্যাগ বোঝাই একটি বেপরোয়া ট্রাক চলন্ত মালবাহী ট্রেনের ইঞ্জিনকে ধাক্কা নিয়েছে। গতকাল শনিবার বিকাল সাড়ে ৪টায় বন্দর এলাকার ইছহাক ব্রাদার্স রেল ক্রসিংয়ে (ইসহাক ডিপো) এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ডের (সিজিপিওয়াই) সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, ২২০৪ নম্বরের ইঞ্জিনটি বন্দর থেকে একটি কন্টেইনার নিয়ে আসছিল। এ সময় বেপরোয়া গতির একটি ট্রাক ট্রেনের ইঞ্জিনটিকে ধাক্কা দেয়।
তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে ট্রাকটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় দুর্ঘটনার শিকার ইঞ্জিনের সঙ্গে মালবাহী কোনো বগি বা ওয়াগন ছিল না। কিন্তু ট্রাকে সিমেন্ট তৈরির কাঁচামাল বোঝাই ছিল।
চট্টগ্রাম বন্দর থেকে মালামাল নিয়ে সিজিপিওয়াই হয়ে কমলাপুর রেলওয়ে স্টেশনের ইনল্যান্ড কন্টেনার ডিপো (আইসিডি) পর্যন্ত কন্টেনার ট্রেন চলাচল করে। ট্রেনটি যাওয়ার সময় ট্রাকটি ট্রেনের ইঞ্জিনের উপর আছড়ে পড়ে।