চলন্ত ট্রেনে চাকুরিচ্যুত ব্যাংকারকে কুপিয়ে হত্যার অভিযোগ পরিবারের

ফিরছিলেন ঢাকা থেকে, প্রতিবাদে বিক্ষোভ অবরোধ

পটিয়া প্রতিনিধি | শনিবার , ২৪ জানুয়ারি, ২০২৬ at ৫:৪৭ পূর্বাহ্ণ

ইসলামী ব্যাংক থেকে চাকুরিচ্যুত আবদুল আজিজকে (৪৫) চলন্ত ট্রেনে কুপিয়ে হত্যা করার অভিযোগ তুলেছে তার পরিবার। তিনি পটিয়ার খরনা ইউনিয়নের ওয়াহিদুর পাড়া গ্রামের নতুন বাড়ির মৃত আবদুল আলিমের পুত্র। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে কুমিল্লার লালমাই রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এর পূর্বে গত বৃহস্পতিবার বিকেল ৩টায় ঢাকা থেকে তিনি আন্তঃনগর চট্টলা এক্সপ্রেসযোগে রওনা দেন। চাকুরি হারানোর পর থেকে আজিজ বড় ভাইয়ের সাথে ঢাকায় ট্রাভেল এজেন্সিতে কাজ করতেন। তার মৃত্যুর খবরে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।

পরিবারের দাবি, দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ট্রেন থেকে ফেলে দিয়ে হত্যা করেছে। তবে পুলিশ বলছে, ট্রেনের ছাদ থেকে পড়ে ব্যাংকার আজিজের মৃত্যু হয়েছে। ওই ব্যাংকারের শরীর ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে। ওই এলাকার একটি ভিডিও চিত্রে দেখা যায়, ট্রেনের উপর ‘ছিনতাইকারী’ ‘ছিনতাইকারী’ বলে ট্রেনের বেশ কিছু যাত্রী ছুটাছুটি করছে।

জানা গেছে, আজিজ বৃহস্পতিবার ঢাকায় কর্মরত বড় ভাই আবদুর রহমান আজমের প্রতিষ্ঠান থেকে ট্রেনযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। যাত্রীবাহী ট্রেনটি কুমিল্লা লালমাই রেলওয়ে স্টেশন এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ট্রেন থেকে ফেলে দেয়।

নিহত আজিজের বড় ভাই আবদুর রহমান বলেন, আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তা না হলে তার হাত ও গলা কাটা থাকবে কেন। আমি আমার ভাই হত্যাকারীদের কঠোর শাস্তি ও ফাঁসি দাবি করছি।

কুমিল্লা লাকসাম থানার এএসআই আবদুল ওয়ারেশ জানান, ট্রেনে করে চট্টগ্রামে ফেরার পথে কুমিল্লার লালমাই স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়েন ওই ব্যাংকার। যার কারণে শরীর ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে। ট্রেন থেকে কিভাবে পড়ে গেছেন তা তিনি জানেন না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রেনের ছাদ থেকে পড়ে কাটা পড়েছেন ওই ব্যাংকার। মরদেহের সুরহতহাল রিপোর্ট করা হয়েছে।

নিহত আজিজের খালাত ভাই মো. আবদুল্লাহ আল সাইফু জানান, ব্যক্তিজীবনে আজিজ খুবই সামাজিক ছিলেন। যে কোনো সামাজিক কাজে আগে এগিয়ে আসতেন। তার এ মৃত্যু কেউ মেনে নিতে পারছে না। তার তিন বছরের ছোট শিশু আয়ান অভিভাবকহীন হয়ে পড়লো। শুক্রবার রাত সাড়ে ৭টায় তার মরদেহ নিয়ে আসা হয় এবং রাত ১০টায় নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

স্বজনরা জানান, মো. আয়ান নামে তার তিন বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে এবং তার স্ত্রী সন্তানসম্ভবা। তিন ভাইয়ের মধ্যে আজিজ সবার ছোট। তার দুইটি বোন রয়েছে।

উল্লেখ্য, আজিজ ইসলামী ব্যাংকের সিলেট জোনের এডমিন ছিলেন। ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর আবদুল আজিজকে বাংলাদেশ ইসলামী ব্যাংক থেকে চাকুরিচ্যুত করা হয়। শুক্রবার চাকুরিচ্যুত ব্যাংকারদের নিয়ে চট্টগ্রাম১২ (পটিয়া) আসনের বিএনপির প্রার্থী এনামুল হক এনামের মতবিনিময় সভা ছিল। ওই মতবিনিময়ে যোগদান করতে নিহত আজিজ ঢাকা থেকে পটিয়ায় ফিরছিলেন বলে জানা গেছে।

এদিকে ব্যাংকার হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তপূর্বক জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে পটিয়ায় বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেছে চাকুরিচ্যুত শত শত ব্যাংক কর্মকর্তাকর্মচারী।

পটিয়া থানার মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা ইন্দ্রপোল এলাকায় সড়ক অবরোধ করেন। ২০ মিনিট পর পুলিশ গিয়ে হত্যাকাণ্ডের সুষ্ঠ তদন্ত ও দোষীদের শাস্তি নিশ্চিত করার প্রতিশ্রুতি দিলে সড়ক থেকে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।

পূর্ববর্তী নিবন্ধটংকাবতী সেতুর নির্মাণ কাজ শেষ হবে কবে?
পরবর্তী নিবন্ধকাটা হাত-পায়ের পর এবার খালে মিলল যুবকের মাথা