সিলেট থেকে ফেরার পথে চলন্ত ট্রেনে কাটা পড়ে মুহাম্মদ শাহজাহান (৫৫) নামের লোহাগাড়ার এক শিক্ষকের মৃত্যু হয়েছে।
সোমবার (৫ মে) বিকেল আনুমানিক সাড়ে ৩ টার সময় ব্রাহ্মণবাড়িয়া নয়াপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে। আহত শিক্ষক আমিরাবাদ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বসরত আলী মুন্সি পাড়ার মৃত আব্দুল লতিফের পুত্র এবং দক্ষিণ সাতকানিয়া গোলামবারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বলে জানা গেছে।
বিষয়টি আজাদীকে নিশ্চিত করেছেন একই স্কুলের অফিস সহকারী মাওলানা নাছির উদ্দীন।
জানা গেছে, তিনি ভাগিনাকে নিয়ে প্রাইভেট মেডিকেল কলেজে এমবিবিএসে ভর্তির বিষয়ে সিলেট গিয়েছিলেন। ফেরার পথে ট্রেনের অপেক্ষায় স্টেশনে দাঁড়ানো অবস্থায় হঠাৎ ট্রেন আসলে নীচে পড়ে যায় এবং তার পায়ের গোড়ালি ঝাজরা হয়ে যায়। এ সময় তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।
আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা নেওয়া হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার এই মর্মান্তিক মৃত্যুতে নিজ এলাকা লোহাগাড়ায় অসংখ্য শিক্ষার্থীসহ এলাকাবাসীর হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে।