চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ল দুই কিশোর, অল্পের জন্য রক্ষা

রেললাইনের ওপর ঝুলে পড়া বিদ্যুতের নেটে ধাক্কা

সাতকানিয়া ও চন্দনাইশ প্রতিনিধি | বুধবার , ১০ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:০৭ পূর্বাহ্ণ

চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে গেলেও অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে দুই কিশোর। রেললাইনের উপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের নিচে দেয়া নিরাপত্তা নেটের সাথে লেগে ওই দুই কিশোর ট্রেনের ছাদ থেকে নিচে পড়ে যায়। এতে ওই দুই কিশোর আহত হলেও অলৌকিকভাবে প্রাণে বেঁচে যায়। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রামদোহাজারীকক্সবাজার রেললাইনের দোহাজারী সাঙ্গু সেতু পরবর্তী সাতকানিয়ার কাটগড় বিওসি মোড় এলাকা এ ঘটনা ঘটে।

স্থানীয়ভাবে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সৈকত এঙপ্রেস দোহাজারী রেলওয়ে স্টেশন অতিক্রম করে দোহাজারী সাঙ্গু সেতু পার হয়ে কক্সবাজারের দিকে যাচ্ছিল। এসময় ট্রেনের ছাদে দাঁড়িয়ে দুই কিশোর টিকটকের জন্য ভিডিও ধারণ করছিল। এসময় ট্রেনটি সাতকানিয়ার কাটগড় বিওসি মোড় এলাকায় পৌঁছলে রেললাইনের উপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের নিচে দেয়া নিরাপত্তা নেটের সাথে লেগে দুজনই চলন্ত ট্রেন থেকে ছিটকে রেললাইনের পাশে পড়ে যায়। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে যায়। সেখানে মো. আবদুল্লাহ (১৮) নামে এক কিশোরকে ভর্তি করা হয়। আহত আবদুল্লাহ ঠাকুরগাও জেলার পীরগঞ্জ পাড়িয়া এলাকার মো. ফারুকের ছেলে। এ ঘটনায় আহত তার অপর বন্ধুকে প্রাথমিক চিকিৎসা দেয়ায় তার নাম পাওয়া যায়নি। দোহাজারী হাসপাতালে ভর্তি হওয়া আবদুল্লাহ বিকেলে রিলিজ নিয়ে চলে গেছে।

স্থানীয়রা জানান, রেললাইনের উপর বৈদ্যুতিক তারের নিরাপত্তার জন্য দেয়া নেটটি ঝুলে নিচে নেমে গেছে। ট্রেন যাওয়ার সময় অল্পের জন্য নেটগুলো ট্রেনের ছাদে লাগে না।

চট্টগ্রামকঙবাজার রেললাইনের উপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের নিচে নিরাপত্তা নেট ঝুঁলে থাকার ব্যাপারে জানতে চাইলে দোহাজারী বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী মেহেদী হাসান জানান, রেললাইনের উপর দিয়ে পিডিবি’র ছাড়াও পল্লী বিদ্যুতের বৈদ্যুতিক সঞ্চালন লাইনও রয়েছে। ওই বৈদ্যুতিক লাইনটির ব্যাপারে খোঁজখবর নিয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

দোহাজারী রেলওয়ে স্টেশন মাস্টার ইকবাল হোসেন চৌধুরী জানান, ট্রেনের ছাদ থেকে পড়ে দুই কিশোর আহত হওয়ার ব্যাপারে তাদের কেউ অবহিত করেননি। তিনি জানান, ট্রেনে ভ্রমণের সময় সর্বোচ্চ সতর্কতা প্রয়োজন। ট্রেনের ছাদে ভ্রমণ না করার জন্য যাত্রীদের নিরুৎসাহিত করা হলেও যাত্রীরা তা মেনে চলেন না। মাঝেমধ্যে দেখা যায় ঝুঁকি নিয়ে যাত্রীরা ট্রেনের ছাদে উঠে যান। এতে অনেক সময় দুর্ঘটনা ঘটে প্রাণহানিসহ শরীরের অঙ্গহানি হয়। গত সপ্তাহেও এক যাত্রী ট্রেনের দরজা বসে পা ঝুলিয়ে ভ্রমণের সময় দোহাজারী স্টেশনের প্লাটফর্মে ঘষা লেগে মারাত্মক জখম হয়।

উল্লেখ্য, চট্টগ্রামকঙবাজার রেললাইনের অনেক স্থানে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির বৈদ্যুতিক সঞ্চালন লাইনের নিচে দেয়া নিরাপত্তা নেটগুলো অনেকাংশে ঝুলে পড়েছে। দ্রুত নেটগুলো মেরামত করে উপরে তুলে না দিলে ভবিষ্যতে আরো বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। তাই বৈদ্যুতিক সঞ্চালন লাইনের নিচে দেয়া নিরাপত্তা নেটগুলো সরেজমিন পরিদর্শন করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধনারায়ণগঞ্জে আত্মগোপন, ২৩ দিন পর ধরা পিকআপ চালক