কর্ণফুলীর চরলক্ষ্যায় সিএনজিচালিত টেক্সিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে উপজেলার চরলক্ষ্যা বোর্ড বাজার এলাকার স্টুডেন্ট কেয়ার মডেল স্কুলের সামনে চলন্ত টেক্সিটিতে আগুন লাগে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে বোর্ড বাজার থেকে ৪ জন যাত্রী নিয়ে আসার পথে স্টুডেন্ট কেয়ার মডেল স্কুল এলাকায় হঠাৎ টেক্সিতে বিকট শব্দ হয়। এ সময় গাড়ি থেকে লাফ দিয়ে চালকসহ যাত্রীরা নেমে যান। এরমধ্যেই আগুন ধরে যায়। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে গাড়িটি পুড়ে যায়। ধারণা করা হচ্ছে–গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে এ ঘটনা ঘটতে পারে।
কর্ণফুলী মর্ডান ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. সাইদুজ্জামান বলেন, হয়ত স্থানীয়রা আগুন নেভাতে সক্ষম হওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দেন নাই। তাই বিষয়টি আমরা অবগত নই।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর মোহাম্মদ বলেন, চলন্ত একটি টেক্সিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এলাকাবাসী তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কেউ হতাহত হননি।












