চলন্ত জয়ন্তিকা এক্সপ্রেস থেকে বিচ্ছিন্ন হয়ে গেল ৫ বগি

| মঙ্গলবার , ৭ ডিসেম্বর, ২০২১ at ১১:২৪ পূর্বাহ্ণ

চলন্ত জয়ন্তিকা এক্সপ্রেস থেকে পাঁচটি বগি ছুটে বড় ধরনের দুর্ঘটনার উপক্রম হয়েছিল হবিগঞ্জে, তবে চালক থামিয়ে দেওয়ায় প্রাণ বেঁচেছে কয়েকশ যাত্রীর। খবর বিডিনিউজ। সিলেট থেকে ঢাকাগামী এই ট্রেনটি সোমবার বিকাল সাড়ে ৩টায় হবিগঞ্জের মনতলা স্টেশন ছেড়ে যাওয়ার পরপরই এই দুর্ঘটনা ঘটে বলে রেলকর্মী ও যাত্রীরা জানায়। সিলেট রেল স্টেশন থেকে বেলা সোয়া ১১টার দিকে ১৫টি বগি নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করে আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস। বেলা সাড়ে ৩টার দিকে ট্রেনটি হবিগঞ্জের মনতলা স্টেশনে পৌঁছে। এখানে দু মিনিট বিরতির পর আবারো চলতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর হঠাৎই ট্রেনটি দু’ভাগ হয়ে যায় বলে ট্রেনের যাত্রী হবিগঞ্জ শহরের বাসিন্দা আনিসুল ইসলাম জানান।

পূর্ববর্তী নিবন্ধহাইদগাঁও প্রতিভা সন্ধানী বৃত্তি প্রদান
পরবর্তী নিবন্ধস্বপন চৌধুরীর আদর্শে বর্তমান প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে