ঢাকা থেকে নেত্রকোণার পথে চলাচল করা আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সংযোগ হুক ভেঙে বগি ও লোকোমোটিভ (ইঞ্জিন) আলাদা হয়ে গেছে। এতে একটি বগি নিয়ে লোকোমোটিভ নেত্রকোণার বড় রেলওয়ে স্টেশনে চলে গেলেও অন্য বগিগুলো থেকে গেছে চল্লিশা এলাকায় ব্রিজের ওপর।
গতকাল শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকের এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে বড় রেলওয়ে স্টেশনের মাস্টার আব্দুল্লাহ আল মামুন জানান। তিনি বলেন, ঢাকা থেকে মোহনগঞ্জ এক্সপ্রেস সন্ধ্যায় শ্যামগঞ্জ স্টেশনে পৌঁছায়। যাত্রাবিরতি শেষে ছাড়ার কয়েক মিনিট পর চল্লিশা এলাকায় বগির সংযোগ হুক ভেঙে যায়। এতে একটি বগিসহ ইঞ্জিন নেত্রকোণা বড় স্টেশনে চলে আসে। আর বাকি বগিগুলো চল্লিশা এলাকায় থেকে যায়।
তিনি আরও বলেন, ট্রেনটি উদ্ধারে ময়মনসিংহ থেকে একটি ইঞ্জিন ও লোকজন আসছে। তারা এসে সমস্যা সমাধান করে ট্রেনটি চালু করা হবে। কিছুটা সময় লাগবে। খবর বিডিনিউজের।
ফেইসবুকে ছড়ানো ছবিতে দেখা যায়, রাতের বেলায় ব্রিজের ওপর দাঁড়ানো ট্রেন, নেই ইঞ্জিন। যাত্রীরা ট্রেন থেকে নেমে অন্য যানবাহনে গন্তব্যে রওনা দেন। ওই ট্রেনের যাত্রীদের একজন মোহনগঞ্জ শহরের বাসিন্দা রফিকুজ্জামান ইদ্রিসী বলেন, ময়মনসিংহ থেকে বাড়ি ফেরার জন্য মোহনগঞ্জ এক্সপ্রেসে উঠি।
পথে শ্যামগঞ্জ স্টেশন থেকে ছাড়ার কিছু সময় পর হঠাৎ করে গতি কমতে থাকে। পরে জানতে পারি ট্রেনের ইঞ্জিন চলে গেছে বগি ফেলে। শেষে বাধ্য হয়ে যাত্রীরা ট্রেন থেকে নেমে বাস ও সিএনজিতে রওনা হন। মালামাল নিয়ে যাত্রীরা বেশ দুর্ভোগে পড়েন। আমি নিজেও বাসে রওনা হই।