চলতি মাসে ৬ কোটি ৩১ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ

বিজিবির দক্ষিণ-পূর্ব রিজিয়ন

খাগড়াছড়ি প্রতিনিধি | শুক্রবার , ২৮ নভেম্বর, ২০২৫ at ১০:৩১ পূর্বাহ্ণ

চলতি মাসে বিভিন্ন অভিযানে সীমান্ত থেকে ছয় কোটি ৩১ লাখ টাকার বেশি অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পার্বত্য চট্টগ্রামসহ বিজিবির দক্ষিণপূর্ব রিজিয়নের ১৩টি ব্যাটালিয়ন এসব অভিযান পরিচালনা করে।

গতকাল বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ির পানছড়ি লোগাং জোনে প্রেস বিফ্রিংয়ে ৩ বিজিবির জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রবিউল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, চট্টগ্রাম রিজিয়নের অধীনস্থ ব্যাটালিয়নসমূহের দায়িত্বপূর্ণ ৫৪০ কিলোমিটার এলাকায় সীমান্ত পাহারার পাশাপাশি চলতি মাসে ৪৭৭ বোতল মদ, ৪২৯ পিস ইয়াবা, ৩৮৮ কেজি গাঁজা, ২০০ বোতল বিয়ার এবং ৫২০ পিস বাংলা মদ তৈরির ট্যাবলেট জব্দ করা হয়।

এছাড়া সীমান্তে টহল জোরদারের পাশাপাশি বিভিন্ন উপায়ে ৫০১টি গরু এবং ৩৬টি ছাগল জব্দ করা হয়। জব্দকৃত পশু স্থানীয় শুল্ক কার্যালয়ের নিলাম সরকারি কোষাগারে জমা দেয়া হয়।

লেফটেন্যান্ট কর্নেল রবিউল ইসলাম আরো বলেন, এছাড়া ১৯ লাখ ৩১ হাজার ২৯৩ ঘনফুট বিভিন্ন প্রকার কাঠ, ৩ হাজার ২০০ প্যাকেট বিদেশি সিগারেট, ১১ লাখ ৫১ হাজর ২০০ পিস সিগারেটের ফিল্টার, ৯২০ কেজি রাবার, ৯৫ পিস শাড়ি, ১৭ প্যাকেট আতশবাজি, ৩০৮ লিটার কীটনাশক, ১৫ কেজি জিরা, বিভিন্ন প্রকার কসমেটিক্সসহ ৪ হাজার ৫০০ ভারতীয় রুপি, ১৭টি বিভিন্ন প্রকার যানবাহন জব্দ করে বিজিবি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে ফিলিং স্টেশন ও মুড়ি মিলকে জরিমানা
পরবর্তী নিবন্ধপ্রফেসর ডা. মাহবুব কামাল চৌধুরী