চলতি মাসে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘মিধিলি’

আজাদী প্রতিবেদন | রবিবার , ১২ নভেম্বর, ২০২৩ at ১০:০৬ পূর্বাহ্ণ

চলতি মাসে বঙ্গোপসাগরে ১২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এরমধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে’। এটি আবহাওয়া অধিদপ্তরের নভেম্বর মাসের পূর্বাভাস। আবহাওয়াবিদরা বলছেন, ঘূর্ণিঝড়টির সৃষ্টির সম্ভাবনা বাড়ছে। ঘূর্ণিঝড় সৃষ্টি হলে এর নাম হবে ‘মিধিলি’। এ নামটি মালদ্বীপের দেওয়া।

বাংলাদেশ ঝড় সতর্কীকরণ কেন্দ্র সূত্রে জানা গেছে, বর্তমানে মৌসুমী স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। তবে ১৩ নভেম্বরের পর পরবর্তী পাঁচদিনে দক্ষিণপূর্ব এবং তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে এবং বৃৃষ্টিপাত হতে পারে। কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গকেবষক মোস্তফা কামাল পলাশ জানান, আবাহওয়ার পূর্বাভাস মডেলগুলো হতে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, ১৩ থেকে ১৪ নভেম্বরের মধ্যে ভারতের আন্দামান ও নিকবর দ্বীপের পশ্চিম পাশে দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আমেরিকার গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম নামক আবহাওয়া পূর্বাভাস অনুসারে সম্ভাব্য লঘুচাপটি পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে ১৬ নভেম্বরের পর ১৮ নভেম্বরের মধ্যে বাংলাদেশের বরিশাল ও চট্টগ্রাম উপকূলীয় এলাকার মধ্যবর্তী জেলাগুলোর উপর দিয়ে স্থল ভাগে আঘাত করার সম্ভাবনা রয়েছে। তবে ইউরোপিয়ান ইউনিয়নের ইন্টিগ্রেটেড ফোরকাস্ট সিস্টেম নামক আবহাওয়া মডেল হতে প্রাপ্ত সর্বশেষ পূর্বাভাস অনুসারে ঘূর্ণিঝড়ে রূপ নিলে সেটি ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের খুলনা বিভাগের উপর দিয়ে আঘাত হানতে পারে ১৭ নভেম্বর। বাংলাদেশ ঝড় সতর্কীকরণ কেন্দ্রের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, আজ রোববার সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একই অবস্থা বিরাজ করতে পারে ১৩ নভেম্বর পর্যন্ত। এছাড়া ১৩ নভেম্বর সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা বিশ্বজিত চৌধুরী জানান, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সাথে ভোরের দিকে নদী অববাহিকা এবং তৎসংলগ্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা বিরাজ করতে পারে। এদিকে গতকাল দেশের সর্বোচ্চ ৩৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে সীতাকুণ্ডে। এছাড়া নগরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ৩১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের সর্বনিম্ন ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয় তেতুলিয়ায়।

পূর্ববর্তী নিবন্ধবড়গাং বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান
পরবর্তী নিবন্ধএক ক্লিকে ভোটের সব তথ্য, প্রস্তুত স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট অ্যাপ