রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি মাসেই পরস্পরের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন বলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ জানিয়েছেন। রাশিয়ার বার্তা সংস্থাগুলো জানায়, গতকাল বুধবার পেশকভ বলেছেন, সৌদি আরবের রাজধানী রিয়াদে মঙ্গলবার অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও রাশিয়ার আলোচনা ইউক্রেনের যুদ্ধ নিয়ে একটি নিষ্পত্তিতে পৌঁছানোর দিকে ‘খুব, খুব গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ’। খবর বিডিনিউজের।
রাশিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে দেওয়া উদ্ধৃতিতে পেশকভ বলেছেন, রূপকভাবে বললে, পুনরুজ্জীবিত করার প্রক্রিয়া শুরু করার জন্য (রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই) ল্যাভরভ গতকাল (যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো) রুবিওর সঙ্গে যে সমঝোতায় পৌঁছেছেন তার আলোকে কূটনীতিকদের এখন কাজ শুরু করতে হবে। কিন্তু এটি প্রথম পদক্ষেপ। স্বাভাবিকভাবেই এক দিনে বা এক সপ্তাহে সবকিছু ঠিক করে ফেলা অসম্ভব। দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। প্রায় তিন বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইউরোপে হওয়া সবচেয়ে প্রাণঘাতী সংঘাত। এই যুদ্ধ বন্ধ করা নিয়ে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তারা রিয়াদের বৈঠকে আলোচনা করেছেন। এই বৈঠকে ইউক্রেন বা ইউরোপের কোনো কর্মকর্তাকে আমন্ত্রণ জানানো হয়নি।
ইউক্রেন বলেছে, তাদের সম্মতি ছাড়া কোনো চুক্তি তাদের ওপর চাপিয়ে দেওয়া হলে তারা মেনে নেবে না।